, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

Avatar rtm

মোহাম্মদ ইমাদ উদ্দীনের ১১টি সেরা কবিতা

প্রকাশ: ২০১৮-০৭-২৩ ১৫:৪২:২৪ || আপডেট: ২০১৮-০৭-২৩ ১৫:৪৩:২৯

Spread the love
মোহাম্মদ ইমাদ উদ্দীনের ১১টি কবিতা

কবিতা:১

————–

জাগো বিশ্ব মুসলমান

মোহাম্মদ ইমাদ উদ্দীন

ইসলামের আলো নিভাতে আজি

পশ্চিমা শক্তি জেগেছে।

বিশ্ব মুসলিম জাগরে জাগ

করিস না আর দেরী।

উপড়ে দিতে হবে সব ষড়যন্ত্র ওদের

করে দিতে হবে ধুলিসাৎ ওদের সব প্রাচীর।

জাগো বিশ্ব মুসলিম

জাগরে এবার জাগ।

মৃত্যুকে ভয় করিস না কভু

ভয় করিস না শত্রুর মেশিনগান।

বুক ফুলিয়ে কর জিহাদ

সঙ্গে আছে রহমান- রহীম।

কবিতা:২

————-

অমর একুশ

মোহাম্মদ ইমাদ উদ্দীন

বাঙ্গালির অভিন্ন প্রতীক যদি থেকে থাকে,

তাইতো হচ্ছে এই অমর একুশ।

একুশের সামনে কৃতজ্ঞতায় মাথায় নোয়ায় না,

এমন বাঙ্গালি কোথাও নেই।

শহীদের রক্ত দানে সৃষ্টি হলো অমর একুশ,

যার ভ্রুণ থেকে জন্ম নিল মাতৃভাষা বাংলা।

মহান ২১শে’র কথা আমরা এখনো ভুলতে পারি না।।

বুকে রক্ত মাখা নিয়ে শহীদ হন,

সালাম, রফিক, জব্বার, বরকত সহ অনেকে।

প্রভু হে ক্ষমা করে দাও আর করুণা তবে,

স্থান দাও তাদেরকে জান্নাতের এক প্রশস্থ ময়দানে।।

কবিতা:৩

—————-

শরৎ

মোহাম্মদ ইমাদ উদ্দীন

বাংলার সংসার ষড়ঋতুর রঙ্গশালা,

এ দেশ ঋতু বৈচিত্রের লীলাভূমি।

বর্ষার বিষনতা অতিক্রম করে,

জ্যোৎস্না ও পুষ্প সুষমা নিয়ে আগমন করে শরৎ।

চাঁদের কিরণে পথ ঘাট অপরূপ,

সৌন্দর্য মন্ডিত হয়ে উঠে রাত্রিকালে।

প্রফাত শেফালী ফুলের,

সৌরভে ভরে উঠে শরৎ।

সুনীল গগনে মাঝে মাঝে,

সাদা মেঘ স্তূপীকৃত হয়ে বেড়ায় শরতের।

দিনের সোনালী রোদ্দুরের ঝিলিমিলি,

রাতের ধবধবে জ্যোৎস্নার ক্লান্তি নিয়ে শরৎকাল।

কবিতা:৪

—————

স্বাধীনতা তুমি

মোহাম্মদ ইমাদ উদ্দীন

স্বাধীনতা তুমি অর্জিত হয়েছ,

লাখো শহীদের রক্তের বিনিময়ে।

স্বাধীনতা তুমি অর্জিত হয়েছ,

লাখো মা-বোনের সম্ভ্রমহানির বিনিময়ে।

এখনো ভূলে নি ৭১’র ২৫ মার্চ

কালো রাতের স্মৃতি বাঙ্গালী জাতি।

হয়ত ভূলতে পারবে না আজীবন।।

নিরস্ত্র বাঙ্গালীর ওপর

জল্লাদ বাহিনীর বর্বরোচিত নগ্ন হামলা।

স্বাধীনতা তুমি অর্জিত হয়েছ,

রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে এই বাংলাদেশ।

স্বাধীন সর্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে,

স্থান পেয়েছ পৃথিবীর মানচিত্রে।

কবিতা:৫

————–

শীতের আগমন মোহাম্মদ ইমাদ উদ্দীন

আসছে শীত কাপঁছে দেশ

পৌষ ও মাঘ দু’মাস মিলেই শীতকাল।

এই এক বাংলার অনন্য ঋতু।।

কুয়াশায় আচ্ছন্ন শীতের সকাল

ঘুম ভাঙ্গলেও বিছানা ছেড়ে উঠতে চায়না মন!

জানালার ফাঁকে ঢুকে থাকা রোদের গন্ধ

যেনো এক অন্য অনুভূতি।

মাঠেঘাটে তাকালেই চোখে পড়ে

খেজুরগাছের আগায় ঝুলছে রসের হাড়ি।

সারি বেঁধে উড়ে চলা অতিথি পাখির দল।

অসহায় মানুষদের হাসি ফুঠাতে

সমাজকর্মীরা ছু্ঁটে বেড়ায় শীতবস্ত্র নিয়ে।

কবিতা:০৬

————–

প্রিয় জন্মভূমি

মোহাম্মদ ইমাদ উদ্দীন

সবুজ সোনার বাংলাদেশ

আমার প্রিয় জন্মভূমি।

সবুজ মাঠে সোনার ফসল

চারদিকে ছড়াছড়ি।

ষড়ঋতু ছয়টি রুপে

সাজে সোনার মাঠ।

গাছে গাছে মধুর প্রাণে

কিচির মিচির ডাক।

নীল আকাশে উড়ে বেড়ায়

অতিথি পাখির দল!

হে প্রিয় জন্মভূমি

প্রাণের চেয়ে ভালবাসি তোমায়।

তোমার সুখে আমার সুখ

তোমার দুঃখে দুঃখী।

তোমায় নিয়ে দেখি আমি

রঙ্গিন স্বপ্নের মুখ।

কবিতা-০৭

—————

শীতের পোশাক

মোহাম্মদ ইমাদ উদ্দীন

ভোরের ঘাসের বুকে শিশিরের টলমলে উপস্থিতি রাতের কুয়াশা হাড়কাঁপানো শীতের পূর্বাভাস।

শপিংমল-ফুটফাটে জমে উঠেছে

কত বাহারি রঙের শীতের পোশাক।

শীত নিবারণে মন চাই ফ্যাশনেবল পোশাক

শীতের পোশাক যেনো হয় রঙিন বৈচিত্র্যের ছোঁয়া।

দিন দিন বেড়েছে কদর শীতের চাদরের

শীতের সকালে চাদর ছাড়া হয় না শরীরের উষ্ণতা।

কবিতা:০৮

—————–

বসন্ত

মোহাম্মদ ইমাদ উদ্দীন

প্রিয় বাংলাদেশ ছয়টি ঋতুর দেশ

ঋতুরাজা বসন্ত যেনো এক অনন্য অপরুপ।

শীত শেষেই ঋতুরাজা বসন্তের আগমন

ফাল্গুন-চৈত্র মিলেই বসন্তের ছোঁয়া।

বসন্ত মানেই গাছে গাছে নতুন সবুজ কচিপাতা

সবুজ কচিপাতা রূপ দেখলে জুড়িয়ে যায় মন।

বসন্ত মানেই গাছে গাছে নতুন ফুল

বাতাসে ফুলের গন্ধে চারদিকে ছড়াছড়ি।

মধু আহরণে আসা মৌমাছির

গুঞ্জন চারদিকে মুখরিত।

বসন্ত মানেই মধুর কন্ঠে কোকিলের ডাক

বসন্ত মানেই প্রকৃতির নতুন মুখ।

কবিতা:০৯

—————–

পথ শিশু

মোহাম্মদ ইমাদ উদ্দীন

পথ শিশুদের নেই কোনো ঠিকানা

এদিক সেদিক ঘুরে বেড়ায়।

কত শত ছেঁড়া কাপড় পরে

দ্বারে দ্বারে ভিক্ষা করে।

থাকে সারাবেলা অনাহারে

শুধু খায় ডাস্টবিনের নষ্ট খাবার।

একমুঠো খাবার জোগাতে তবুও পারে না

টাকার জন্য পিছু ছাড়ে না।

রাত হলে শুয়ে পড়ে

রাস্তার ফুটপাত কিংবা স্টেশনের পাশে।

বুকে থাকে কত হাজারো স্বপ্ন কত আশা

সব শেষে কিছু হয় না গড়া।

কবিতা: ১০

—————–

প্রতিবাদ

মোহাম্মদ ইমাদ উদ্দীন

কোথায় আজ মানবতা?

ইসলামের আলো মুছে দিতে,

ইসলামী অপশক্তি করেছে পণ।

কোথায় আজ মানবতা?

হাজারো মায়ের বুক খালি করছে বন্দুকের নল,

চারিদিকে বিশ্ব মুসলমানদের কান্নার আহাজারি।

জাতিসংঘের নেই কোনো উদ্যেগ,

শুধু করছে ইসলাম বিরোধীদের দালালি।

কোথায় আজ মানবতা?

নির্বিচারে নারী হত্যা-ধর্ষণ চলছে অবিরাম,

জালিমের হাতে রেহাই মিলছে না নিষ্পাপ শিশুও।

স্বার্থের জন্যে মুসলিম রাষ্ট্র হয় না ঐক্যবদ্ধ,

তাইতো মুসলিম রাষ্ট্রে ঘটছে যত অঘটন।

ও.আই.সি র নেই কোনো উদ্যেগ,

শুধু তা হা করে দেখছে।

আর কতকাল অপেক্ষায় থাকতে হবে?

খালেদ ও ওমরের মত বীর সৈনিকের আশায়।

আর কতকাল বিশ্ব মুসলমানদের রক্ত ঝরবে?

কখন ফিরে আসিবে সেই গৌরবময় সুদিন?

কবিতা: ১১

—————–

গ্রীষ্মের দৃশ্য

মোহাম্মদ ইমাদ উদ্দীন

গ্রীষ্মকালে পড়ে গরম ,

যায় না ঘরে থাকা।

গ্রীষ্মের প্রচন্ড তাপে,

খাল-বিল, ডোবা-

Logo-orginal