, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin admin

রাফায়েলের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে ফ্রান্স

প্রকাশ: ২০১৮-০৭-০৬ ২১:০৯:৪২ || আপডেট: ২০১৮-০৭-০৬ ২১:০৯:৪২

Spread the love

রাফায়েলের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে ফ্রান্স
রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল শুরু হয়েছে আজ। দিনের প্রথম খেলায় মুখোমুখি ফ্রান্স-উরুগুয়ে। প্রথম থেকেই দারুণ খেলা খেলতে থাকে দুই দল। বেশ কিছু সুযোগ মিস করে উভয় দল। তবে ৪১ মিনিটে পাওয়া ফ্রি কিক থেকে দারুণ গোল করে ১-০ তে এগিয়ে যায় ফ্রান্স।

লড়াই চলছে হাড্ডাহাড্ডি। তবে রাফায়েল ভারানের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে গেছে ফ্রান্স।

ম্যাচের ৫ মিনিটেই ভালো একটি সুযোগ তৈরি করেছিল উরুগুয়ে। লুইস সুয়ারেজের পাস থেকে বক্সের মধ্যে বল পেয়েছিলেন ক্রিশ্চিয়ান স্টুয়ানি। ব্যর্থ হন এডিনসন কাভানির বদলে আসা এই স্ট্রাইকার। সপ্তম মিনিটে ফ্রান্সের লুকাস হার্নান্দেজের বক্সের বাইরে থেকে নেয়া বাঁ পায়ের শটও পোস্টের বাম দিক দিয়ে বেরিয়ে যায়।

১৪ মিনিটে বক্সের একদম মাঝ প্রান্তে হোসে গিমেনেজের হেড সহজেই ধরে ফেলেন ফ্রান্স গোলরক্ষক হুগো লসির। পরের মিনিটেই বড় আরেকটি সুযোগ তৈরি করেছিল ফরাসিরা। বেনজামনি পাভার্দের ক্রস থেকে বক্সে অলিভার জিরুর মাথা হয়ে বল পেয়েছিলেন কিলিয়ান এমবাপে, নিয়েছিলেন হেডও। কিন্তু সেটা একটুর জন্য বারের উপর দিয়ে চলে যায়। ১৯ মিনিটে দূর থেকে নেয়া পল পগবার জোড়ালো শটও বারের উপর দিয়েই গেছে।

৩৯ মিনিটে সবচেয়ে বড় ভুলটি করে বসে উরুগুয়ে। কোরেন্তিন তোলিসোকে ফাউল করে হলুদ কার্ড দেখেন রদ্রিগো বেন্তাঙ্কুর। ফ্রি-কিক পায় ফান্স। গ্রিজম্যানের দুর্দান্ত সেট পিস থেকে বল পেয়ে বক্সের মধ্যে মাথা ছুইয়ে দেন রাফায়েল ভারানে। পোস্টের বাঁ কোনা দিয়ে বল ঢুকে যায় জালে (১-০)।

Logo-orginal