, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

admin admin

শ্রীলংকার বিপক্ষে ভাল সংগ্রহের পথে বাংলাদেশ এ দলের

প্রকাশ: ২০১৮-০৭-১৭ ১৫:৪৩:১৩ || আপডেট: ২০১৮-০৭-১৭ ১৫:৪৩:১৩

Spread the love

শ্রীলংকার বিপক্ষে ভাল সংগ্রহের পথে বাংলাদেশ এ দলের
শ্রীলঙ্কা দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করছে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে সৌম্য সরকার এবং মিজানুর রহমান যোগ করেন ৪২ রান। ৩৪ বলে একটি চার এবং একটি ছক্কার সাহায্যে ২৪ রান করে আউট হন সৌম্য সরকার। দলীয় ৭৭ রানের সময় ১৮ রান করে আউট হন জাকির হাসান

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৪৫ ওভারে ৪ উইকেটে ২২৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ এ দল।

সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৯ জুলাই এবং তৃতীয় ও শেষ একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে ২১ জুলাই। তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সকাল ৯:০০ টা।

বাংলাদেশ এ একাদশ : মোহাম্মদ মিঠুন (সি), সৌম্য সরকার, খালেদ আহমেদ, নঈম হাসান, শরিফুল ইসলাম, আল আমিন, জাকির হোসেন, ফজলে রাব্বী, মিজানুর রহমান, আরিফুল হক, সানজামুল ইসলাম,

বাংলাদেশ সফরের জন্য শ্রীলংকা ‘এ’ ওয়ানডে দল : থিসারা পেরেরা – ক্যাপ্টেন, উপুল থারাঙ্গা, দসুন শানাকা – ভাইস ক্যাপ্টেন, লাহিড়ু থিরিমান্নে, শেহান জয়সুরিয়া, আশান প্রিয়াজন, সাদী সমরবিক্রম, চরিত আসালামা, শম্মু আস্থা, মিন্দ ভানুকা, মালিঙ্গা পুষ্টকুমার, নিশান পিরিস, শেহান মাদুশকা, আসিয়া ফার্নান্ডো, ঈশুর উদানা

Logo-orginal