আমেরিকার ইতিহাসে প্রথম মুসলিম গভর্নর হতে পারে আল সাঈদসত্যি কি! আমেরিকার ইতিহাসে প্রথম মুসলিম শাসনের সুচনা হতে যাচ্ছে?
আগামী নির্বাচনে মিশিগানে ডেমোক্রেট দলীয় প্রার্থী আবদুল আল সাইদ বিজয়ী হলে তিনি হবেন ইতিহাস সৃষ্টি করী প্রথম মুসলমান । যিনি আমেরিকান রাজ্য মিশিগান শাসন করবেন।
আবদুল আল সাইদ ডেট্রয়েটের একজন নামকরা ডাক্তার, ৯/১১ ট্রাজেডিতে মুসলমান বিরোধী তৎপরতা শুরু হলে তিনি সমমনা মুসলমানদের নিয়ে সেবামুলক কার্যক্রমের সুচনা করে ইতিহাস সৃষ্টি করেন। যার অক্লান্ত পরিশ্রমে তিনি আজ গর্ভনর পদে প্রতিদন্ধিতা করার জন্য ডেমোক্রেট দল থেকে মনোনিত হয়েছেন।
চলতি সপ্তাহে আবদুল আল সাইদের প্রার্থিতা নিয়ে বিশ্ববিখ্যাত গনমাধ্যম গুলো উৎসাহের সহিত সংবাদ প্রচার করে।