, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin admin

মসজিদ ভাঙতে দেব না” চীন সরকারকে হুশিয়ারী

প্রকাশ: ২০১৮-০৮-১০ ২১:১৫:২৯ || আপডেট: ২০১৮-০৮-১০ ২১:১৫:২৯

Spread the love

মসজিদ ভাঙতে দেব না” চীন সরকারকে হুশিয়ারী
চীনের পশ্চিমাঞ্চলে একটি মসজিদ ভেঙে দেয়ার হাত থেকে রক্ষা করতে শতশত মুসলমান কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। কর্মকর্তারা বলছেন, নিংজিয়া এলাকায় নবনির্মিত ওয়েইজু গ্র্যান্ড মসজিদ তৈরির সময় যথাযথ অনুমোদন নেয়া হয়নি। কিন্তু কর্তৃপক্ষের এ ধরণের বক্তব্যে মুসল্লিরা পিছু হটতে অস্বীকৃতি জানিয়েছেন। তারা নিজেদের অবস্থান থেকে লড়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

একজন মুসল্লি বলেন, তারা সরকারকে এ মসজিদ স্পর্শ করতে দেবেন না।

চীনে দুই কোটি ৩০ লাখ মুসলমানের বসবাস এবং পশ্চিমাঞ্চলের নিংজিয়া প্রদেশে গত কয়েকশ বছর ধরে মুসলিমরা উল্লেখযোগ্য সংখ্যায় বসবাস করছে। কিন্তু মানবাধিকার কর্মীরা বলছেন, চীনে মুসলমানদের বিরুদ্ধে সরকারের বিদ্বেষ ক্রমেই বাড়ছে। যে মসজিদটি সরকার গুড়িয়ে দেবার উদ্যোগ নিয়েছে সেটি মধ্যপ্রাচ্যের মসজিদগুলোর আদলে মিনার এবং গম্বুজ দিয়ে তৈরি। সূত্র: বিবিসি

Logo-orginal