, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

রবিউলের দায়িত্ব নিল চবি কতৃপক্ষ” পা জোড়া লাগানো যাবেনা,

প্রকাশ: ২০১৮-০৮-০৯ ১৪:১৯:২৪ || আপডেট: ২০১৮-০৮-০৯ ১৪:১৯:২৪

Spread the love

রবিউলের দায়িত্ব নিল চবি কতৃপক্ষ” পা জোড়া লাগানো যাবেনা,
চট্টগ্রাম: শাটল ট্রেনে কাটা পড়ে দুই পা হারানো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রবিউল আলমের উন্নত চিকিৎসার দায়িত্ব নিয়েছে চবি কর্তৃপক্ষ।

বুধবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয় প্রক্টর কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী।

তিনি আরো জনান, রবিউলের উন্নত চিকিৎসার জন্য সকল দ্বায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গ্রহণ করেছে।

চিকিৎসকরা যদি অনুমতি দেন তাহলে তাকে এয়ার এ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হবে। রবিউলের চিকিৎসার খোঁজ-খবরের জন্য সার্বক্ষণিক একজন সহকারী প্রক্টর তার সঙ্গে আছেন।

ক্যাম্পাসে যাওয়ার জন্য শাটল ট্রেনে উঠতে গিয়ে রবিউল আলম নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের মাস্টার্সের এক শিক্ষার্থীর দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

গতকাল বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নগরের ষোলশহর রেলস্টেশনে বিশ্ববিদ্যালয়গামী শাটলে এ দুর্ঘটনা ঘটে। তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এইদিকে চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর হাঁটুর নিচ থেকে পা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তা জোড়া দেওয়া সম্ভব নয়। রবিউল কক্সবাজার জেলার টেকনাফের হুয়াইরাং এলাকার মো. আবুল হোসেনের ছেলে।

এছাড়া চবি উপাচার্য চট্টগ্রাম মেডিক্যালের পরিচালকের সঙ্গে ফোনে কথা বলে তার চিকিৎসার ব্যাপারে খোঁজ-খবর নিয়েছেন।

Logo-orginal