, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

Avatar rtm

শোক দিবস উপলক্ষে মির্জাখীল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

প্রকাশ: ২০১৮-০৮-১৮ ১১:২৭:২৪ || আপডেট: ২০১৮-০৮-১৮ ১১:২৮:৩৭

Spread the love
শোক দিবস উপলক্ষে মির্জাখীল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

আরটিএমনিউজ২৪ডটকম: জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখীল উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেছে সামাজিক সংগঠন প্রচেষ্টা ফাউন্ডেশন বাংলাদেশ’র মেডিকেল টিমের সদস্যরা।

১৬ ই আগস্ট বৃহস্পতিবার মির্জাখীল উচ্চ বিদ্যালয় মাঠে চিটাগাং ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজীর ছাত্র মোঃ দিদারুল আলম এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আলী চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও মির্জাখীল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বজলুল করিম চৌধুরী।

সোনাকানিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিকুর রহমান শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মির্জাখীল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আজিজুল্লাহ হক চৌধুরী, সোনাকানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সওদাগর, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার ডাঃ জাফর আহমেদ, প্রচেষ্টা ফাউন্ডেশন বাংলাদেশ’র চট্টগ্রাম জেলার সভাপতি কাজী মোঃ সাজিদ, সোনাকানিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মামুন উদ্দিন, এবং সোনাকানিয়া ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুল হক বাবুল।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেয়াটা মহৎ উদ্যোগ। আগামীতে শিক্ষার্থীরা যেকোনো বিপদ-আপদে যাতে তাদের রক্ত প্রয়োজনে আদান-প্রদান করতে পারে সেজন্য রক্তের গ্রুপ জেনে রাখা প্রযোজ্য। রক্তের গ্রুপ জেনে রাখার ফলশ্রুতিতে আগামীতে রক্তের সংকট থেকে মানব সমাজ রক্ষা পাবে। এ সময় শিক্ষার্থীদের মাঝে রক্ত দানের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রক্তদান সুফল সমূহ বর্ণনা করা হয়।

সকাল ১০টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে প্রায় সহস্রাধিক শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

Logo-orginal