, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

admin admin

কফি আনান আর নেই” বিশ্ব হারাল বিরল এক কুটনৈতিককে

প্রকাশ: ২০১৮-০৮-১৮ ১৭:৩৪:২১ || আপডেট: ২০১৮-০৮-১৮ ১৭:৩৪:২১

Spread the love

কফি আনান আর নেই" বিশ্ব হারাল বিরল এক কুটনৈতিককে নিউজ ডেস্কঃ কফি আনান আর নেই” বিশ্ব হারাল বিরল এক ঝানু কুটনৈতিককে।

জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

আজ শনিবার (১৮ আগস্ট) সকালে সুইজারল্যান্ডের বার্ন শহরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

কফি আনান প্রথম আফ্রিকান হিসেবে জাতিসংঘের মহাসচিব হোন। তিনি যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়ে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেন।

১৯৩৮ সালে ঘানায় জন্ম নেওয়া কফি আনান জাতিসংঘের সপ্তম মহাসচিব ছিলেন। ১৯৯৭ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত ওই দায়িত্ব পালন করেন তিনি। কর্মী হিসেবে জাতিসংঘে যোগ দিয়ে তিনিই প্রথম সংস্থাটির শীর্ষ পদে আসীন হয়েছিলেন।

জাতিসংঘ অভিবাসন সংস্থা টুইটারে লিখেছে, আজ আমরা এক মহৎ প্রাণ, নেতা ও স্বপ্নদর্শী মানুষ জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানকে হারানোয় শোকাচ্ছন্ন।

আনানের দুইজন ঘনিষ্ট সহকারী ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, সুইজারল্যান্ডের বার্ন শহরের একটি হাসপাতালে শনিবার প্রথম প্রহরে মারা যান তিনি। তবে তার মৃত্যুর কারণ এখনও ঘোষণা করা হয়নি।

ঘানার এ কূটনীতিক সুইজারল্যান্ডে থাকছিলেন। সেখানেই তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে জাতিসংঘ অভিবাসন সংস্থা আইওএম।

বিশ্বে আলোচিত সব ঘটনায় তার ভুমিকা ছিল সময়োপযোগী, কিন্তু সাম্রাজ্যবাদীদের বাধায় প্রতিবারই বিফলতা পেয়েছে কফি আনানের প্রচেষ্টা।

রোহিঙ্গা পুর্নবাসন নিয়ে আনান কমিশনের সুপারিশ আলোর মুখ না দেখায় ক্ষোভ জানিয়েছিলেন প্রয়াত এই কুটনৈতিক।

কফি আনানের মৃতুতে শোক প্রকাশ করেছে বিশ্বের বিভিন্ন দেশের শাসকরা।

Logo-orginal