, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

কুয়েতে সিরিয়ান ঘাতকের হাতে নিহত চট্টগ্রামের আবু তাহেরের নামাজে জানাযা অনুষ্ঠিত

প্রকাশ: ২০১৮-০৮-১০ ২০:০৯:১৬ || আপডেট: ২০১৮-০৮-১০ ২০:০৯:১৬

Spread the love

কুয়েতে সিরিয়ান ঘাতকের হাতে নিহত চট্টগ্রামের আবু তাহেরের নামাজে জানাযা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, কুয়েতঃ কুয়েতে সিরিয়ান ঘাতকের হাতে নিহত আবু তাহেরের নামাজে জানাযা অনুষ্ঠিত হল।

আজ শুক্রবার ( ১০ আগস্ট) বাদ আছর সোলাইবিকাত কবরস্থানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীর উপস্থিতিতে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।

আজ রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ফ্লাইটে দেশে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন মরহুমের রুমমেট মোঃ শাহ আলম।

জানাযায় বিপুল সংখ্যক বাংলাদেশী প্রবাসী ও নিহতের কোম্পানি কেডিডির বিভিন্ন দেশের প্রবাসীরা উপস্থিত ছিলেন।

বেশ সুনামের সহিত মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ কুয়েতে জীবনের ৩১ বসন্ত অতিবাহিত করেছিল চট্টগ্রাম জেলার হাটাহাজারীর প্রবাসী আবু তাহের।

চাকুরীও ছিল ডেনমার্কের বহুজাতিক কোম্পানী কেডিডিতে। কোম্পানীর দক্ষ ও সৎ কর্মকর্তা হিসাবে বেশ সুনাম ছিল আবু তাহেরের। সেই সততারর বলি হতে হল তাকে।

গত শনিবার ( ৪ আগস্ট ) আবু তাহেরকে শ্বাসরোধ করে হত্যা করে তার এক সহকর্মী সিরিয়ান নাগরিক।

ঐ ঘাতককে আটক করেছে দেশটির পুলিশ। কোম্পানী সুত্রে প্রকাশ, প্রায় ২৭ হাজার কুয়েতি দিনারের লোভে ঘাতক সিরিয়ান নাগরিক এই হত্যাকান্ড ঘটিয়েছে।

আবু তাহেরের দেশের বাড়ি চট্টগ্রামের হাটহাজারীর গড়দোয়ারায় । পিতার নাম হাজী গরাইন মিয়া। আবু তাহের গত ৩১ বছর কুয়েতে কে ডি ডি কোম্পানিতে হিসাব রক্ষকের দায়িত্ব পালন করে আসছিলেন। বিগত অনেক বছর ধরে কোম্পানির বেস্ট ওয়ার্কার সম্মাননা পেয়ে আসছিলেন তিনি।

Logo-orginal