, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

admin admin

চুনতিতে Higher education and career guideline সম্পন্ন “

প্রকাশ: ২০১৮-০৮-২২ ০০:০২:৫৯ || আপডেট: ২০১৮-০৮-২২ ০০:০২:৫৯

Spread the love

চুনতিতে Higher education and career guideline সম্পন্ন "চুনতি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রীদের সমন্বয়ে শিক্ষা উন্নয়ন মুলক সংগঠন pathfinder এর উদ্যোগে ২য় বারের মত Higher education and career guide line program সফল ভাবে সম্পন্ন হলো।
২১/০৮/২০১৮ খ্রী. চুনতি সরকারি মহিলা কলেজের অডিটোরিয়ামে
সকাল আটটা থেকে আসন গ্রহণে মধ্যে দিয়ে শুরু হয় কর্মসূচি। এহসান উল্লাহও নূর হোসেন এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় ।এর পরেই জাতীয় সঙ্গীতের শুর বেজে ওঠে ।

প্যাথফাইন্ডার গ্রুপের সভাপতি হাফেজ আহমদ সাঈদ এর উদ্বোধনী কথার মধ্যে দিয়ে শুরু হয়ে আলোচনা করেন চুনতি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রিয়
অসীম দাশ স্যার, চুনতি সমিতি ঢাকা’র সেক্রেটারি জনাব সাজ্জাদ খান,
চুনতি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রী সমিতির জয়েন্ট সেক্রেটারি কাশাসুল হক শেহজাদ, চুনতি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রী সমিতির সাংগঠনিক সম্পাদক কাজী আরিফ, বিশিষ্ট ব্যবসায়ী রবিউল হাসান আশিক , এডভোকেট ইমতিয়াজ হোসেন টিটু, ব্যাংকার আসরারুল হক সুমন , ডাক্তার শরিফুল ইসলাম বাহার, ডাক্তার আতিকুর রহমান , ইঞ্জিনিয়ার এহসান উল্লাহ জাওয়াদ, ডাক্তার তাসনিম আফরোজ খান, ব্যাংকার তানিজনা ফাতেমা, চবি মেধাবী ছাত্র মাঈনুল ইসলাম, ঢাবির মেধাবী ছাত্র রুবাব মিসওয়ার, নেজাম উদ্দীন, সাইফুল ইসলাম সাঈম প্রমুখ ।অনুষ্ঠানে গান,কুইজ,পুরস্কার বিতরণ ও আকর্ষণীয় নাস্তার ব্যবস্থা ছিল।

Logo-orginal