, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

মক্কায় ৬১ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

প্রকাশ: ২০১৮-০৮-২৩ ১২:৪১:৪৬ || আপডেট: ২০১৮-০৮-২৩ ১২:৪১:৪৬

Spread the love

মক্কায় ৬১ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু (ফাইল ফটো) মক্কাঃ সৌদি আরবে এ পর্যন্ত ৬১ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। মন্ত্রণালয় প্রকাশিত হজ বুলেটিনে দেয়া মঙ্গলবার পর্যন্ত নিহত হাজিদের তথ্য থেকে এই সংখ্যা জানা গেছে।

মঙ্গলবার পর্যন্ত সৌদি আরবে বাংলাদেশের মোট ৬১ জন হজযাত্রীর জীবনাবসান হয়েছে। এর মধ্যে পুরুষ ৫১ এবং মহিলা-১০ জন।

মৃতদের মধ্যে মক্কাতে ৪৪ জন, মদিনায় ৬ জন, জেদ্দা ২ জন, মিনায় ৪ জন এবং আরাফায় ৫ জনের মৃত্যু হয়।

এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ৭৯৮ জন হজযাত্রী সৌদি আরবে যান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার জন হজ করতে গেছেন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ২৭ আগস্ট ও শেষ ফিরতি ফ্লাইটটি দেশে পৌঁছাবে আগামী ২৬ সেপ্টেম্বর।# বিজ্ঞপ্তি।

Logo-orginal