, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

Avatar rtm

মধ্যরাত থেকে চালু হচ্ছে মোবাইল ফোনের নতুন কলরেট

প্রকাশ: ২০১৮-০৮-১৩ ১৮:২৪:০৪ || আপডেট: ২০১৮-০৮-১৩ ১৮:২৫:০২

Spread the love
মধ্যরাত থেকে চালু হচ্ছে মোবাইল ফোনের নতুন কলরেট

আরটিএমনিউজ২৪ডটকম: মোবাইল ফোনের নতুন কলরেট নির্ধারণ করেছে সরকার। সোমবার রাত ১২টা পেরুলেই এই কল রেট চালু হবে। নতুন কলরেট অনুযায়ী, মোবাইল অপারেটরগুলো ৪৫ পয়সার নিচে কোনও কলরেট নির্ধারণ করতে পারবে না। এই কলরেট সর্বোচ্চ ২ টাকা পর্যন্ত হতে পারবে।

এরই মধ্যে দেশের সব মোবাইল ফোন অপারেটরকে এই নির্দেশনা পাঠিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। অপারেটরগুলো এই নির্দেশনা কার্যকরের উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।

বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক গণমাধ্যমকে বলেন, এখন থেকে আর মোবাইলে অফ নেট ও অন নেট থাকছে না। কলরেটের নতুন সীমা সর্বনিম্ন ৪৫ পয়সা। আর সর্বোচ্চ সীমা ২টাকা।

তিনি জানান, ১৪ তারিখ থেকে নতুন কলরেট কার্যকরের কথা বলা হয়েছে।

Logo-orginal