, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

Avatar rtm

সাতকানিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

প্রকাশ: ২০১৮-০৮-১৫ ১৪:৪৭:৪১ || আপডেট: ২০১৮-০৮-১৫ ১৬:৪৯:১৮

Spread the love
সাতকানিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

আরটিএমনিউজ২৪ডটকম: চট্টগ্রামের সাতকানিয়ায় উপজেলা হল রুমে মুক্তিযোদ্ধা সংসদের অায়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

শোক দিবস উপলক্ষে বুধবার সকালে উপজেলা প্রাঙ্গণ থেকে একটি শোক শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। পরে বঙ্গবন্ধুর অাত্মার মাগফিরাত কামনায় নিরবতা পালন করা হয়। পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৫ আগস্ট কোন সাধারণ অভ্যুত্থান ছিলো না, এটি রাষ্ট্রীয় ক্ষমতা বদলের অভ্যুত্থান ছিল। বাংলাদেশে এখন সব অাছে কিন্তু বঙ্গবন্ধু নেই। ১৯৭১ সালের ১৫ই আগস্ট ঘাতকরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারের হত্যা করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকলের মাঝে অমর হয়ে অাছেন।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অাবু তাহের এলএমজি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোবারক হোসেন। উপজেলা একাডেমি সুপারভাইজার অশীষ কুমার দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া পৌর সভার মেয়র মুহাম্মদ জোবাইর, উপজেলা অাওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব সিঅাইপি, অাওয়ামী মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রিজিয়া রেজা চৌধুরী, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্লা, উপজেলা অাওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদুল অালম, সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শাহ জাহান, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল হোসেন, দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

সভায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সকল সদস্যবৃন্দ, অাওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও সাতকানিয়া সরকারি কলেজ, সাতকানিয়া আদর্শ মহিলা কলেজ, উত্তর সাতকানিয়া জাফর আহমেদ চৌধুরী ডিগ্রী কলেজ, কর্নেল অবঃ অলি আহমদ বীর বিক্রম ডিগ্রী কলেজ, আল-হেলাল আদর্শ ডিগ্রী কলেজ, চিব্বাড়ী এম এ মোতালেব কলেজ, গারাংগিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা, সাতকানিয়া আলিয়া মাদ্রাসা, বাজালিয়া হেদায়াতুল ইসলাম ফাযিল মাদ্রাসা, কেরানীহাট জামেউল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, রসুলাবাদ ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা, কাঞ্চনা আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসা, ছৈয়দাবাদ এমদাদুল উলুম আলিম মাদ্রাসা, ছদাহা মোহাম্মদিয়া খাইরিয়া সিনিয়র আলিম মাদ্রাসা, বায়তুশ শরফ আখতারিয়া আলিম মাদ্রাসা, সোনাকানিয়া মজিদিয়া দাখিল মাদ্রাসা, আমিলাইশ আদর্শ দাখিল মাদ্রাসা, শাহ মজিদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, চরতি মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসা, চরখাগরিয়া রঃ জেবুঃ দাখিল মাদ্রাসা, দক্ষিণ চরতি মজিদিয়া দাখিল মাদ্রাসা, দক্ষিণ চিব্বাড়ী মহিলা দাখিল মাদ্রাসা, খাগরিয়া ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা, ছদাহা আদর্শ মহিলা দাখিল মাদ্রাসা, সাতকানিয়া আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়, দক্ষিণ কাঞ্চনা এন. এ. চৌধুরী উচ্চ বিদ্যালয়, শেরে বাংলা উচ্চ বিদ্যালয়, পুরানগড় শাহ্ সরফুদ্দিন উচ্চ বিদ্যালয়, ছদাহা কেঁওচিয়া উচ্চ বিদ্যালয়, দেওদীঘি কে এম উচ্চ বিদ্যালয়, পূর্ব গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়, পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়, গাটিয়াডেঙ্গা আলহাজ্ব সফিয়া মমতাজুল হক উচ্চ বিদ্যালয়, বায়তুল ইজ্জত রাইফেলস পাবলিক স্কুল, আমিলাইশ আদর্শ উচ্চ বিদ্যালয়, উত্তর সাতকানিয়া আলি আহমদ প্রাণ হরি উচ্চ বিদ্যালয়, সাতকানিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, কাঞ্চনা বালিকা উচ্চ বিদ্যালয়, নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়, খাগরিয়া বহুমূখী উচ্চ বিদ্যালয়, কেঁওচিয়া উচ্চ বিদ্যালয়, মির্জাখীল উচ্চ বিদ্যালয়, ঢেমশা উচ্চ বিদ্যালয়, গারাংগিয়া উচ্চ বিদ্যালয়, এওচিয়া বালিকা উচ্চ বিদ্যালয় আলোচনা সভা ও মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

Logo-orginal