, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

Avatar rtm

সাতকানিয়ায় সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি

প্রকাশ: ২০১৮-০৮-২৮ ২১:০৩:১৬ || আপডেট: ২০১৮-০৮-২৯ ২০:৩৫:০৩

Spread the love
সাতকানিয়ায় সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি / ছবি: সাংবাদিক মোঃ নাসির

আরটিএমনিউজ২৪ডটকম: দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ ও নির্যাতন প্রতিরোধ সোসাইটি সাতকানিয়া উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম দক্ষিণ জেলার কর্মপরিষদ সদস্য সাংবাদিক মোঃ নাসিরকে মুঠোফোনে হত্যার হুমকি দিয়েছে বলে খবর পাওয়া গেছে।

সোমবার (২৭ আগস্ট) রাত আটটার দিকে নিজের ব্যবহৃত মুঠোফোনে (০১৮৩২৭৬৩৩৩৭ নাম্বার থেকে কল দিয়ে) হুমকি দেয়া হয় বলে জানান ভুক্তভোগী ওই সাংবাদিক।

এ ঘটনায় ওই দিন রাত দশটার দিকে তিনি সাতকানিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং- ১৪৩৫।

এ ব্যাপারে সাংবাদিক মোঃ নাসির জানান, ২৭ আগস্ট সোমবার দিবাগত রাত আটটার দিকে আমার মোবাইলে রবি অপারেটরের এই ০১৮৩২৭৬৩৩৩৭ নাম্বার থেকে কল দিয়ে আমাকে গুলি করে মেরে ফেলার হুমকি দেন যা আমার মোবাইলে সম্পূর্ণ রেকর্ড আছে। নিরাপত্তা চেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।

এ ব্যাপারে সাতকানিয়া থানার ডিউটি অফিসার মশিউর রহমান বলেন, সাংবাদিককে হুমকির বিষয় নিয়ে সাতকানিয়া থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে।

Logo-orginal