, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

Avatar rtm

সাতকানিয়া-বাঁশখালী সড়ক: খানাখন্দে উল্টে গেল মালবোঝাই ট্রাক

প্রকাশ: ২০১৮-০৮-১৭ ০৯:৫১:৩৫ || আপডেট: ২০১৮-০৮-১৭ ১৪:৩৯:০৭

Spread the love
সাতকানিয়া-বাঁশখালী সড়ক: খানাখন্দে উল্টে গেল মালবোঝাই ট্রাক

আরটিএমনিউজ২৪ডটকম: সাতকানিয়া-বাঁশখালী সড়কে খানাখন্দে পড়ে উল্টে গেল মালবোঝাই একটি ট্রাক। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শুক্রবার (১৭ আগস্ট) ভোররাতে সাতকানিয়া মহিলা কলেজের উত্তর পার্শ্বে এ ঘটনা ঘটে।

জানা যায়, প্রয়োজনীয় সংস্কারের অভাবে সাতকানিয়া উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ক সাতকানিয়া-বাঁশখালীর প্রধান সড়কটি পায়ে হেঁটে কিংবা যানবাহনযোগে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এতে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হয় স্কুল, কলেজ, মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীসহ দুই উপজেলার জনসাধারণকে। প্রায় ২০ কিলোমিটার পাকা সড়কের হাজারও স্থানে দীর্ঘদিন যাবত সংস্কার না করার কারণে ও গত বর্ষা মৌসুমে অতি বর্ষণে পাথর, ইট, সুরকি, ও বিটুমিন ওঠে গিয়ে ছোট-বড় বহু গর্তের সৃষ্টি হয়েছে। তবে এখন চলছে সংস্কার কাজ।

চট্টগ্রাম শহর হতে বাঁশখালীর উপর দিয়ে সাতকানিয়ায় যাতায়াতের প্রধান মাধ্যম এ সড়কটি। সড়কে ঝুঁকি নিয়ে চলছে শত শত ছোট-বড় যানবাহন। যাতায়াতে দুর্ভোগে পড়ছে সাতকানিয়া সরকারি কলেজ, সাতকানিয়া মহিলা কলেজ, বাঁশখালী ডিগ্রী কলেজ, বাঁশখালী আলাওল কলেজ, দক্ষিণ কাঞ্চনা উচ্চ বিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী। প্রতিদিন এ সড়ক দিয়ে এলাকার বিভিন্ন ধরনের শাকসবজি পাইকাররা চট্টগ্রাম শহরে নিয়ে যায়। অথচ এ সড়কটির বেহাল দশার কারণে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে লক্ষ লক্ষ জনগণকে। ১৫ মিনিটের রাস্তা পার হতে সময় লাগে একঘণ্টা । প্রতিদিনই রাস্তার মধ্যে বিকল হচ্ছে ছোট-বড় যানবাহন। সড়কটির দুরবস্থার কারণে অসুস্থ রোগীদের জরুরী চিকিত্সা সেবা ব্যাহত হচ্ছে।

‘প্রতিদিন মোটরসাইকেল নিয়ে মাদরাসায় আসা-যাওয়া করতে আমার মেরুদণ্ডে ব্যথা হয়ে গেছে’— জানান সাতকানিয়া উপজেলার কাঞ্চনা আনোয়ারুল উলুম আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবদুল মন্নান শামসী।

স্থানীয় লোকদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিন এ সড়কদিয়ে ইটবাহী গাড়ী, গাছভর্তি ট্রাক, বালুবাহী ট্রাক চলাচলের কারণে ও প্রয়োজনীয় সংস্কারের অভাবে সড়কে এসব গর্তের সৃষ্টি হয়েছে। মার্দশা দেওদীঘি এলাকার মোহাম্মদ হক ও সাতকানিয়া সদরের গোলাম ফেরদৌস রুবেল সওদাগর জানান, গরমকালে রাস্তার গর্তের ধূলায় চোখমুখ বন্ধ হয়ে যায়- আর বর্ষার সময় সড়ক দিয়ে গাড়ি চলাচল করার সময় গর্তের জমে থাকা পানি ছিটকে এসে পাশের দোকানের ভিতর পড়ে।

এ ব্যাপারে সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের চেয়ারম্যান রমজান আলী জানান, উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ক সাতকানিয়া-বাঁশখালীর প্রধান সড়ক জনসাধারণ ও যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়ার বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করার পর বরাদ্দ মিলেছে, এখন কাজও চলছে।

এ ব্যাপারে দোহাজারী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তোফাইল মিয়া জানান, সড়কটি মেরামতের কাজ শুরু হয়েছে। কাজ শেষ না হওয়া পর্যন্ত দুর্ভোগ থাকবে।

Logo-orginal