, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

admin admin

হজে শয়তানকে পাথর মারার সেলফি, মুসলিম বিশ্বে তোলপাড়

প্রকাশ: ২০১৮-০৮-২৪ ১১:৩০:১৫ || আপডেট: ২০১৮-০৮-২৪ ১১:৩৭:৪৬

Spread the love

হজে শয়তানকে পাথর মারার সেলফি, মুসলিম বিশ্বে তোলপাড়মক্কাঃ শয়তানকে পাথর নিক্ষেপের সময় সলফি তুলে ফেইচ বুকে আপলোড দিলেন এক হাজী সাহেব।

কয়েক ঘন্টায় ছবি ভাইরাল হয়ে যায় জনপ্রিয় সব সোশ্যাল মিডিয়ায়।
শুরু হয় তর্ক বিতর্ক, হাজী সাহেব সেলফি তুলে একি করলেন?

হজে গিয়ে ছবি তোলা শরীয়তে স্পষ্ট নিষেধ করা হয়েছে, কিন্তু মক্কায় পৌছেই ছবি তোলার হিড়িক পড়ে যায়, যাহা হজের আহকামের পরিপন্হী।

অথচ শয়তানকে বিতাড়ন করতে গিয়ে নিজেই শয়তানের কাজ করেছেন, এমন মন্তব্য অনেকের।

হজের অন্যতম আমল হচ্ছে জামরায় শয়তানকে পাথর নিক্ষেপ। হজের প্রধান অংশ ও দোয়া আদায়ের স্থান হিসেবে পরিচিত মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর বিদায় ভাষণের স্মৃতিবিজড়িত আরাফাতের প্রান্তরে অবস্থান করেন হাজিরা।

হজের প্রধান অংশ ও দোয়া আদায়ের স্থান হিসেবে পরিচিত মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর বিদায় ভাষণের স্মৃতিবিজড়িত আরাফাতের প্রান্তরে ছিলেন হাজিরা। সারা দিন আরাফাতের ময়দানে দোয়া-দরুদ ও জিকিরে ব্যস্ত থাকার পরে তারা আরাফাত থেকে হাজিরা মুজদালিফায় যান। রাতে মুজদালিফায় খোলা আকাশের নিচে অবস্থান করে ইবাদত-জিকির করে সময় কাটান। এরপরে শয়তানকে মারার জন্য সেখান থেকে প্রত্যেক হাজি ছোট আকারের ২১টি পাথর সংগ্রহ করেন।

মুলত ব্যাক্তি জীবন থেকে শয়তানকে বিতাড়িত করতেই পাথর নিক্ষেপ করতে হয়।

অতএব হজের কোন আহকামে ছবি তোলার কোন সুযোগ নেই।

Logo-orginal