, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

Avatar rtm

হৃদয়ে দিয়াকুল’র পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশ: ২০১৮-০৮-২২ ১৯:৩৯:৫৬ || আপডেট: ২০১৮-০৮-২৩ ১০:০৬:২৬

Spread the love
হৃদয়ে দিয়াকুল’র পরিচ্ছন্নতা অভিযান

আরটিএমনিউজ২৪ডটকম: চন্দনাইশ উপজেলার,দোহাজারী পৌরসভার দিয়াকুল গ্রামের অন্যতম শিক্ষা, সামাজিক উন্নয়নমূলক ও অরাজনৈতিক সংগঠন হৃদয়ে দিয়াকুল’র আয়োজনে “পরিচ্ছন্ন আপনি, পরিচ্ছন্ন আমি/পরিচ্ছন্ন দিয়াকুল, পরিচ্ছন্ন বাংলাদেশ”এই স্লোগানকে সামনে রেখে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি ২১ আগস্ট মঙ্গলবার বিকাল ০৩ ঘটিকায় দিয়াকুল এলাকার রাস্তার দুই পাশ ঝোপঝাড় পরিষ্কার করার মধ্য দিয়ে পরিচালিত হয়।

উক্ত কর্মসূচি শুভ উদ্বোধন করেন হৃদয়ে দিয়াকুল’র উপদেষ্টা মো আমছুর উদ্দীন।

আরো উপস্থিত ছিলেন হৃদয়ে দিয়াকুল এর উপদেষ্টা মো আকিব হাসান, সাধারণ সম্পাদক মো সাইমুন, সহ-সভাপতি মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক হিরো দাশ, সাংগঠনিক সম্পাদক আরমান উদ্দীন, সহ-সাংগঠনিক সম্পাদক জাবেদুল ইসলাম, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, সহ অর্থ সম্পাদক রবিন বড়ুয়া, সহ কার্যকরী সদস্য মো রবিউল ইসলাম, রানা দাশ, রাজন সেন, মো জাকের, অলি আহমদ, মহি উদ্দীন, মো.জিসান, মো. রাশেদ, মিজানুর রহমান প্রমুখ।

উপদেষ্টা আমছুর উদ্দীন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান একটি মহৎ কাজ উল্লেখ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

সংগঠনের সাধারণ সম্পাদক মো সাইমুন বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা এলাকার মর্যাদা বৃদ্ধি করে। আগামী প্রজন্মকে পরিষ্কার পরিচ্ছন্ন দেশ উপহার দিতে এই রকম অভিযানের বিকল্প নেই।

উপদেষ্টা আকিব হাসান বলেন, মন সুন্দর যার, সেই রাখে দেশ পরিষ্কার।

সহ-সভাপতি মিজানুর রহমান বলেন, এই রকম কাজ সবার পক্ষ করা সম্ভব নয়! সুন্দর মনের মানুষরাই এই রকম কাজ করতে পারে।

এই কর্মসূচি হৃদয়ে দিয়াকুল সংগঠনের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে শেষ হয়।

Logo-orginal