, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

এবার পুলিশ বাহিনীতে দাড়ি রাখা নিষিদ্ধ করল মিসরের আদালত

প্রকাশ: ২০১৮-০৯-১৫ ০০:৫৩:৩২ || আপডেট: ২০১৮-০৯-১৫ ০০:৫৩:৩২

Spread the love

এবার পুলিশ বাহিনীতে দাড়ি রাখা নিষিদ্ধ করল মিসরের আদালতদাড়ি রেখে পুলিশ বাহিনীতে কাজ করার এক আদেশ স্থগিত করেছে মিশরের আদালত। সাধারণত ধর্মীয় অনুভূতির কারণে মুসলিমরা দাড়ি রেখে থাকে। বৃহস্পতিবার মিশরের আদালত সূত্রের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে এজেন্স ফ্রান্স প্রেস।

দেশটির আইনজীবী মোহাম্মেদ হামেদ সালেম দাড়ি রেখে পুলিশ বাহিনীতে কাজ করার সুযোগের বিরুদ্ধে আপিল করেছিলেন। আপিলে তিনি দাড়ি রাখার সুযোগ রহিত করে তা নিষিদ্ধ করার আবেদন করেন।

সরকার সমর্থিত সেই আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে বুধবার আদালত এই রায় দেয়। ২০১২ সালে তৎকালীন প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসি পুলিশ সদস্যদের দাড়ি লম্বা করার অনুমতি দিয়েছিলেন।

মুরসির ক্ষমতাচ্যুতির পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১০ জন দাড়িয়ালা পুলিশ সদস্যকে চাকরি থেকে বহিস্কার করে। তবে সে বছরের জুলাই মাসে এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করলে তারা আবার কাজ করার সুযোগ পান।

আপিলকারী আইনজীবী মোহাম্মেদ হামেদ সালেম বলেছেন, দাড়িয়ালা পুলিশ অফিসারগণ মিশরের জাতীয় ঐক্য, শান্তি, ও সামাজিক নিরাপত্তার প্রতি হুমকি। মিশরের সাবেক গ্রান্ড মুফতি আলি গোমা ২০১৩ সালে দেয়া এক ফতোয়ায় বলেছিলেন, দাড়ি রাখা ব্যক্তির ব্যক্তিগত বিষয়। ইসলামে এটা রাখা বাধ্যতামূলক নয়। উৎসঃ এরাবিয়ান জার্নাল ।

Logo-orginal