, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin admin

রকেট উৎক্ষেপণে ইতিহাস গড়ল তুর্কি শিক্ষার্থী (ভিডিও)

প্রকাশ: ২০১৮-০৯-১৪ ০০:১৩:৩৬ || আপডেট: ২০১৮-০৯-১৪ ০০:১৩:৩৬

Spread the love

https://youtu.be/wvd6JarIRggতুরস্কের প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে রকেট প্রতিযোগিতা ‘টেকফেস্ট’। এ প্রতিযোগিতা দেশটির শিক্ষার্থীদের বানানো রকেটের সফল পরীক্ষা চালানো হয়েছে। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক হিসেবে রকেট ব্যবহার করা হয়।

বিশ্বে প্রথমবার রকেট প্রতিযোগিতার আয়োজন করে আমেরিকা। তুরস্কের এ আয়োজন বিশ্বে দ্বিতীয়বার রকেট প্রতিযোগিতার স্থান দখল করেছে। খবর ইয়ানি শাফাকের। ইস্তাম্বুলে আয়োজিত এ প্রতিযোগিতা শুরু হয়েছে গত ১১ আগস্ট। চলবে ১৪ আগস্ট পর্যন্ত।

বৃহস্পতিবার নির্ধারিত প্রতিযোগীরা অংশ নেয়। এদিন প্রযুক্তি শিক্ষার্থীদের ৫ সদস্যের একটি দল সফলভাবে তাদের রকেট উৎক্ষেপণ করে। রকেটটি টুজ লেকে ২৮০০ মিটার গন্তব্যে পৌঁছে।

টেকফেস্টের জেনারেল ম্যানেজাল বাকের বলেন, আজ লেক টুজ এ ইতিহাস লেখা হলো। আজ থেকে তুরস্ক হচ্ছে রকেট প্রতিযোগিতার আয়োজনকারী দ্বিতীয় দেশ। আমাদের তরুণ ভাই ও বোন সফলভাবে রকেট উৎক্ষেপণ করেছে। উৎসঃ এরাবিয়ান জার্নাল ।
https://youtu.be/wvd6JarIRgg

Logo-orginal