, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin admin

ইসি ঘেরাও কর্মসুচীতে পুলিশের হামলায় সাকিসহ অর্ধশতাধিক আহত

প্রকাশ: ২০১৮-০৯-২০ ১৬:৫৬:৫৬ || আপডেট: ২০১৮-০৯-২০ ১৬:৫৬:৫৬

Spread the love

ইসি ঘেরাও কর্মসুচীতে পুলিশের হামলায় সাকিসহ অর্ধশতাধিক আহত ঢাকাঃ বাম গণতান্ত্রিক জোটের নির্বাচন কমিশন (ইসি) ঘেরাও মিছিলে পুলিশি হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে রাজধানীর শাহবাগ থেকে নির্বাচন কমিশনে যাওয়ার সময় কারওয়ান বাজার মোড়ে এই হামলায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ও ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি গোলাম মোস্তফাসহ প্রায় অর্ধশতাধিক আহত হন।

বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য শুভ দেব।

জনগণের ভোটাধিকার রক্ষা, সুষ্ঠু নির্বাচন ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের দাবিতে আজ নির্বাচন কমিশন ঘেরাওয়ের পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল বাম গণতান্ত্রিক জোটের। সে লক্ষ্যে বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হন নেতারা।

পরে সেখানে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল নিয়ে নির্বাচন কমিশন অভিমুখে রওয়ানা হয়ে শাহবাগ মোড়ে পৌঁছালে মিছিলটি পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ তাদের উপর হামলা করে। এতে আহত হন জোনায়েদ সাকি, গোলাম মোস্তফা, সাইফুল হক, মনিরুদ্দিন পাপ্পুসহ অর্ধশতাধিক নেতাকর্মী।

এর আগে গত মঙ্গলবার তফসিল ঘোষণার আগে সংসদ ভেঙে দিয়ে ‘নিরপেক্ষ তদারকি সরকার’ গঠনের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানসহ ১০ দফা দাবিতে বৃহস্পতিবার নির্বাচন কমিশন ঘেরাওয়ের ঘোষণা দেয় বাম গণতান্ত্রিক জোট।

Logo-orginal