, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

admin admin

এশিয়া কাপের ফাইনাল শুরুতে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ (ভিডিও)

প্রকাশ: ২০১৮-০৯-২৮ ১৭:২৬:০১ || আপডেট: ২০১৮-০৯-২৮ ১৭:২৬:০১

Spread the love

এশিয়া কাপের ফাইনাল শুরুতে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ (ভিডিও)দুবাইঃ দুবাইতে এশিয়া কাপের ফাইনাল ম্যাচের শুরুতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালে বড় জয়ই বড় স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশকে। সেই স্বপ্ন নিয়েই আজ শিরোপা দখলের লড়াইয়ে ভারতের বিরুদ্ধে মাঠে নেমেছে টাইগাররা।

এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ এবারই প্রথম খেলছে না। এর আগেও দুইবার শিরোপা লড়াইয়ে নেমেছে। কিন্তু একবারও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি। যার মধ্যে একবার টি-টোয়েন্টি ফরম্যাটে এবং আরেকবার ওডিআই ফরম্যাটে। সর্বশেষ ২০১৬ সালের টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল। আর ২০১২ সালে পাকিস্তানের কাছে ২ রানের দুঃখ কাঁদিয়েছিল ষোলোকোটি মানুষকে।

তবে এবার আর কোন ভুল করতে চাইবে না বাংলাদেশ। তামিম-সাকিবকে ছাড়াই খেলা শিখেছে বাংলাদেশ। দলের তরুণতুর্কিরা ধরছে দলের হাল। মাশরাফি নিজেও তাই খুশি তাদের ওপর। গত ম্যাচে খেলা মুমিনুল ও শান্তকে একাদশে রাখা হয়নি। দলে এসেছেন স্পিনার অপু।

আজকের ম্যাচে জিতে শিরোপা জয়ের উৎসব করতেই চাইবে বাংলাদেশ। অন্যদিকে ভারতও ছেড়ে কথা বলবে না। এ পর্যন্ত আসেরর একমাত্র অপরাজিত দল টিম ইন্ডিয়া। রোহিত শর্মা ও শিখর ধাওয়ানরা আছেন দুর্দান্ত ফর্মে।

বাংলাদেশ একাদশ : লিটন দাস, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

ভারত একাদশ : রোহিত শর্মা, শিখর ধাওয়ান, আম্বাতি রাইডু, মহেন্দ্র সিং ধোনি, দিনেশ কার্তিক, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, কুলদ্বীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, জসপ্রিত বুমরাহ।
https://www.facebook.com/sirajbin.kingfaysal/videos/3383445061904813/

Logo-orginal