, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

admin admin

কুয়েতে মার্কিন-ব্রিটেনের বিরুদ্ধে উস্কানির অভিযোগে আটক এক বাংলাদেশীর জেল

প্রকাশ: ২০১৮-০৯-১৫ ১০:০৮:৪০ || আপডেট: ২০১৮-০৯-১৫ ১০:১৫:০১

Spread the love

কুয়েতে মার্কিন-বৃটনের বিরুদ্ধে উস্কানির অভিযোগে আটক এক বাংলাদেশীর জেল
ছবি, কুয়েতের সর্বোচ্চ আদালত।
কুয়েতঃ মার্কিন-বৃটনের বিরুদ্ধে উস্কানির অভিযোগে আটক এক বাংলাদেশীর জেল ও জরিমানা করে সাজা ঘোষণা করেছে কুয়েতের আদালত ।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) দেশটির সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ এই রায় ঘোষণা করে।

আরবী দৈনিক আল সিয়াসার বরাত দিয়ে দেশটির ইংরেজি দৈনিক আরব টাইমসে প্রকাশিত সংবাদে এই তথ্য নিশ্চিত করেছে।

মোবাইল ও ডিবাইস ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় সন্ত্রাসী মতাদর্শ প্রচারের অভিযোগে এই বাংলাদেশী নাগরিককে ৮ বছরের কারাদণ্ড ও ১০০০ দিনার জরিমানা করা হয়।

সুত্রে প্রকাশ, আাসামীর বিরুদ্ধে “মার্কিন ও লন্ডনের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগও আনে কুয়েতের
পাবলিক প্রসিকিউশন বিভাগ।

তবে তাকে কখন আটক করা হয়েছে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য ও সাজাপ্রাপ্ত ব্যক্তির কোন পরিচয় পাওয়া যায়নি।

সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য,আমেরিকা ও বৃটনের সাথে কুয়েতের নিরাপত্তা ও সামরিক চুক্তি অনুসারে দেশগুলির বিরুদ্ধে কোনপ্রকার প্রচরণা আইনত দন্ডনীয়।

(নোটঃ শুধুমাত্র প্রবাসী বাংলাদেশীদের সতর্ক করার জন্য আমাদের এই প্রচার।)

Logo-orginal