, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

Avatar rtm

গরমে হাঁসফাঁস অবস্থা; ঘরে-বাইরে কোথাও স্বস্তি নেই

প্রকাশ: ২০১৮-০৯-২০ ২০:৩৯:৪০ || আপডেট: ২০১৮-০৯-২০ ২০:৪৪:৫১

Spread the love
গরমে হাঁসফাঁস অবস্থা; ঘরে-বাইরে কোথাও স্বস্তি নেই

আরটিএমনিউজ২৪ডটকম: কয়েকদিন ধরে কাঠফাটা রোদ। কড়া রোদে ‘পুড়ে’ যাচ্ছে গা। দুঃসহ গরমে হাঁসফাঁস অবস্থা চট্টগ্রামের সাতকানিয়ার মানুষের। মাথার ওপরের নীল আকাশটা যেনো তাঁতালো কড়াইয়ের রূপ নিয়েছে। প্রকৃতি যেনো তপ্ত নিঃশ্বাস ছাড়ছে। অগ্নিক্ষরা দহনে নিসর্গ প্রকৃতিটা তামাটে বর্ণ ধারণ করছে। গরম বাতাস শরীরে বিধছে আগুনের হলকার মতো।

সূর্যের প্রখর কিরণে খালি মাথায় বাইরে বের হওয়া দায় হয়ে পড়েছে। তাপমাত্রার পারদ কেবল উপরেই উঠছে।

চট্টগ্রাম আবহাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে চট্টগ্রামসহ সারা দেশে গরমের পারদ উঠেছে।

এদিকে, ওষ্ঠাগত গরমে কর্মজীবী মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। এর উপর সকাল থেকে উপজেলার অধিকাংশ এলাকায়ই রয়েছে লোডশেডিংয়ের কবলে। ফলে ভোগান্তিতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। প্রখর রোদ থেকে ঘরে ফিরে গরমে ছটফট করছেন সবাই। ঘরে-বাইরে কোথাও স্বস্তি নেই।

উপজেলার কেঁওচিয়া এলাকার বাসিন্দা ফরিদ বলেন, বিদ্যুতের ভেল্কিবাজিতে গেল রাতে ঘুমাতে বেশ কষ্ট হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘণ্টায় দু’বার করে লোডশেডিং হয়েছে।

Logo-orginal