, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

admin admin

চুরি হওয়ার চল্লিশ দিন পর ১০ লক্ষ টাকা ফেরৎ পেল রংপুরের ঝরনা কর্মকার

প্রকাশ: ২০১৮-০৯-১০ ০০:৪৬:০৫ || আপডেট: ২০১৮-০৯-১০ ০০:৪৬:০৫

Spread the love

চুরি হওয়ার চল্লিশ দিন পর ১০ লক্ষ টাকা ফেরৎ পেল রংপুরের ঝরনা কর্মকার রংপুরে চুরি যাওয়ার চল্লিশ দিন পর ১০ লক্ষ টাকা আদালতের নির্দেশে বাদি ঝরনা কর্মকারের নিকট হস্তান্তর করেন কোতয়ালী থানার ওসি মুক্তারুল আলম। আজ রবিবার দুপুরে কোতয়ালী থানায় আনুষ্ঠানিক ভাবে এ টাকা হস্তান্তর করা হয়েছে।

মামলা সুত্রে জানা গেছে, রংপুর মহানগরীর কামাল কাছনা এলাকার মৃত বসন্ত কর্মকারের স্ত্রী ঝরর্ণা কর্মকারের বাড়ী গত ২৬ জুলাই রাতে চুরি হয়। চোরের দল বাড়ীর আলমারি ভেঙ্গে নগদ ১০ লক্ষ টাকা চুরি করে। পরে ঝরর্ণা কর্মকার বাদি হয়ে মামলা দায়ের করলে পুলিশ ইরা আনোয়ার ও মমতা বেগম নামের দুইজনকে গ্রেফতার করে। আদালতে তারা স্বীকারোক্তি মুলক জবানবন্দি দিলে তাদের কথামতো বগুড়া থেকে ওই টাকা গুলো উদ্ধার করেন কোতয়ালী থানার এসআই জাবেদ আলী পিপিএম।

পরে আদালতের নির্দেশে আজ রবিবার দুপুরে কোতয়ালী থানার ওসি মুক্তারুল আলম ওই ১০ লক্ষ টাকা হস্তান্তর করেন। বাদি চুরি যাওয়া টাকা গুলো পেয়ে পুলিশ কর্মকর্তাদের ধন্যবাদ জানান। এদিকে চুরির ৪০ দিন পর চুরি যাওয়া টাকা উদ্ধার করে ফেরত দেয়া রংপুর কোতয়ালী থানার ওসি ও উদ্ধারকারী এসআইকে সাধুবাদ জানিয়েছেন। উৎসঃ ফেইচবুক।

Logo-orginal