, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

Avatar rtm

জামায়াত নেতা সাবেক সাংসদ মাওলানা শামসুল ইসলামের আত্মসমর্পণ : জেলহাজতে প্রেরণ

প্রকাশ: ২০১৮-০৯-২৪ ১১:৫৯:৪৮ || আপডেট: ২০১৮-০৯-২৪ ১২:২১:৩৩

Spread the love

জামায়াত নেতা মাওলানা শামসুল ইসলামের আত্মসমর্পণ : জেলহাজতে প্রেরণ

চট্টগ্রামঃ জামায়াত ইসলামীর নায়েবে আমীর সাবেক সাংসদ মাওলানা শামসুল ইসলামকে কারাগারে পাঠিয়েছে আদালত।

সোমবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন আদালতে জামিন আবেদন করে আত্মসমর্পণ করে জনাব মাওলানা শামসুল ইসলাম, আদালত জামিন নামন্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়।

সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাবেক সংসদ সদস্য ও আগামী নির্বাচনে ঐ আসন থেকে ২০ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ জমায়াত ইসলামির কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আ ন ম শামশুল ইসলামের বিরুদ্ধে একাধিক মামলায় রয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবি।

তবে সবকটি মামলায় উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন সাবেক এই সাংসদ।

সম্প্রতি নগর থেকে আটক হওয়া জামায়াত নেতা সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা মামলায় তাকেও আাসামী করা হয়।

অন্যদিকে, শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে প্রায় ১৯ টি মামলা রয়েছে।

২০১৪ চট্টগ্রাম নগর জামায়াতে অফিস থেকে আটকের পর মাওলানা শামসুল ইসলামকে ১৬টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছিল।

এরপরও চট্টগ্রামের জেলগেট থেকে তিনবার আটক হয়েছিলেন জামায়াতের কেন্দ্রিয় নায়েবে আমীর ও সাবেক সাংসদ মাওলানা শামসুল ইসলাম।

Logo-orginal