, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin admin

জেলখানায় থেকে কীভাবে ককটেল মারলাম? প্রশ্ন সানাউল্লাহ মিয়ার

প্রকাশ: ২০১৮-০৯-১৫ ১৪:২৮:২৬ || আপডেট: ২০১৮-০৯-১৫ ১৪:২৮:২৬

Spread the love

জেলখানায় থেকে কীভাবে ককটেল মারলাম? প্রশ্ন সানাউল্লাহ মিয়ার ঢাকাঃ জেলখানায় থেকে কীভাবে ককটেল মারলাম?’ মন্তব্যটি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়ার। খবর অনলাইন নিউজ প্রিয়.কমের।

১৪ সেপ্টেম্বর, শুক্রবার সন্ধ্যায় প্রিয়.কমের কাছে তিনি এমন মন্তব্য করেন।

১৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার মতিঝিল ও খিলগাঁও থানায় দায়ের করা মামলায় উল্লেখ করা হয় সানাউল্লাহ মিয়া ১২ সেপ্টেম্বর ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িত ছিলেন।

এ প্রসঙ্গে সানাউল্লাহ মিয়া বলেন, ‘আমার বিরুদ্ধে খিলগাঁও ও মতিঝিল থানায় দুটি মামলা করা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়েছে, আমি নাকি ককটেল বিস্ফোরণ করেছি। এ ছাড়াও নাশকতার অভিযোগ ও পুলিশের কর্তব্যকাজে বাধাদানসহ একাধিক অভিযোগ আনা হয়েছে।’

‘১২ তারিখে ম্যাডামের (খালেদা জিয়া) মামলা শুনানি করতে আদালতে ছিলাম। যে আদালতটি পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে বসানো হয়েছে। আমি সকাল সাড়ে ৯টার দিকে আদালতে প্রবেশ করেছি, মামলা পরিচালনার কাজে ব্যস্ত ছিলাম। সেখান থেকে কীভাবে ককটেল মারলাম। আপনারই বলেন।’

আইনগত পদক্ষেপের কথা উল্লেখ করে সানাউল্লাহ বলেন, ‘আমার বিরুদ্ধে এসব ভুয়া মামলা করা হয়েছে। আমি এ বিষয়ে আইনগত পদক্ষেপ নিব।’

খালেদার জিয়ার আরেক আইনজীবী ব্যারিস্টার একেএম এহসানুর রহমান জানান, সানাউল্লাহ মিয়ার বিরুদ্ধে দুটি মামলায় ৩৯৬ জনকে আসামি করা হয়েছে।

এহসানুর রহমান বলেন, ‘মিথ্যে মামলার মাধ্যমে আইনজীবীদের মধ্যে ভীতির সঞ্চার করে বেগম খালেদা জিয়ার মামলা থেকে বিরত রাখার অপচেষ্টায় সরকার লিপ্ত হয়েছে। আমরা এসব মিথ্যে ও বানোয়াট মামলার বিষয়ে অতিদ্রুত উচ্চ আদালতের শরণাপন্ন হব।’

Logo-orginal