, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

Avatar rtm

তিন দফা দাবিতে ফের বিক্ষোভের ডাক কোটা সংস্কার আন্দোলনকারীদের

প্রকাশ: ২০১৮-০৯-১৭ ১০:০২:৩১ || আপডেট: ২০১৮-০৯-১৭ ১০:০৫:০০

Spread the love
তিন দফা দাবিতে ফের বিক্ষোভের ডাক কোটা সংস্কার  আন্দোলনকারীদের

আরটিএমনিউজ২৪ডটকম: সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কারের প্রজ্ঞাপন দেয়াসহ তিন দফা দাবিতে ফের বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীরা।

মঙ্গলবার (১৮সেপ্টেম্বর) বেলা ১১টায় সারাদেশের সকল বিশ্ববিদ্যালয় ও কলেজে এবং কেন্দ্রীয়ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হবে বলে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ফেসবুক গ্রুপে জানানো হয়েছে।

কোটা সংস্কার আন্দোলনকারীদের তিন দফা দাবি হলো- মিথ্যা ও হয়রানিমূলক সকল মামলা প্রত্যাহার করা; আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা এবং পাঁচ দফার আলোকে কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার করে প্রজ্ঞাপন দেয়া।

Logo-orginal