, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin admin

নাঙ্গলকোটে সিএনজির উপর পল্লী বিদ্যুতের তার পড়ে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনসহ ৪ জন নিহত

প্রকাশ: ২০১৮-০৯-২১ ২২:১১:০৩ || আপডেট: ২০১৮-০৯-২১ ২২:১১:০৩

Spread the love

নাঙ্গলকোটে সিএনজির উপর পল্লী বিদ্যুতের তার পড়ে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনসহ ৪ জন নিহতকুমিল্লার নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনসহ ৪ জন নিহত হয়। শুক্রবার (২১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টায় দোলখার-নাঙ্গলকোট সড়কের বাগমারা এলাকায় পল্লী বিদ্যুতের হাই ভোল্টেজের তার ছিঁড়ে সিএনজির ওপর পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাও. আবু তাহের (৬০), তার ছেলে মাও আবু বায়োজিদ (৩৮), মেয়ে ফাহিমা আক্তার (৩০)। সিএনজি চালক সারোয়ার হোসেন (৩০)। তাদের সকলের বাড়ি নাঙ্গলকোটের জেড্ডা পূর্ব ইউনিয়নের শংকরপুর গ্রামে। আহতরা হলেন- মরিয়ম আক্তার (২২) ও শিশু আলামিন(২)।

পারিবারিক সূত্রে জানা যায়, দাওয়াত শেষ করে সিএনজি যোগে বাড়ি ফেরার পথে বাগমারা এলাকায় পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্টের তার ছিঁড়ে পড়লে সিএনজিটিতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের তিনজনসহ চারজন মারা যায়।

স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত ডাক্তার তাদের চারজনকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় শংকরপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। তবে কী কারণে বৈদ্যুতিক তার ছিড়ে পড়ল তা এখনও জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গলকোট থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম।

Logo-orginal