, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

ফিলিস্তিনের পক্ষে ইউতে প্রচারণা চালাবে স্পেন

প্রকাশ: ২০১৮-০৯-২৩ ০০:০৮:২৮ || আপডেট: ২০১৮-০৯-২৩ ০০:০৮:২৮

Spread the love

ফিলিস্তিনের পক্ষে ইউতে প্রচারণা চালাবে স্পেনফিলিস্তিনের পক্ষে প্রচারণা চালাবে স্পেন
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিতে স্পেন ইউরোপীয় ইউনিয়নে প্রচারণা চালাবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রী জোসেফ বোরেল।

তিনি আরও বলেন, ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়ে সকল ইইউ সদস্যরাষ্ট্র যাতে নির্দিষ্ট সময়সীমার মধ্যে অভিন্ন অবস্থানে পৌঁছে সেজন্য তিনি অন্য নেতাদের সঙ্গে ব্যাপক আলোচনা করবেন।

তিনি বলেন, যদি ইইউ ফিলিস্তিনকে স্বীকৃতি না দেয়া তাহলে স্পেন একাই স্বীকৃতি দেয়ার বিষয়টি বিবেচনা করবে।বৃহস্পতিবার তিনি এসব কথা বলেছেন বলে খবর দিয়েছে ইসরাইলের দৈনিক পত্রিকা হারেৎস।

খবরে বলা হয়, অস্ট্রিয়ায় মঙ্গলবার ইইউ নেতাদের এক সম্মেলনে স্প্যানিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইইউ যদি সর্বসম্মত সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, তাহলে ফিলিস্তিনকে আলাদা আলাদাভাবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।সুত্রঃ এরাবিয়ান জার্নাল।

Logo-orginal