, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin admin

রাজধানীতে শিয়া মতাবলম্বীদের তাজিয়া মিছিল শুরু

প্রকাশ: ২০১৮-০৯-২১ ১৩:০৪:৩৬ || আপডেট: ২০১৮-০৯-২১ ১৩:০৪:৩৬

Spread the love

রাজধানীতে শিয়া মতাবলম্বীদের তাজিয়া মিছিল শুরু ঢাকাঃ শিয়া মতাবলম্বী ধর্মপ্রাণ মুসলমানরা তাজিয়া মিছিল শুরু করেছেন। শুক্রবার (২১ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টায় রাজধানীর পুরান ঢাকার হোসনি দালান থেকে বের হয় এই মিছিল। এছাড়া রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর, বকশিবাজার, লালবাগ, পল্টন, মগবাজার থেকেও আশুরার মিছিল বের হয়।

এদিনের মিছিলে অংশ নেন হাজারো মুসল্লি। মিছিল থেকে ‘হায় হোসেন, হায় হোসেন’ স্লোগানে মাতম করতে দেখা যায় তাদের। এ মিছিলে কারবালার শোকাবহ ঘটনার দৃশ্য ফুটিয়ে তোলা হয়।

এবারের তাজিয়া মিছিলকে ঘিরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে পুলিশ। ইমামবাড়া সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এছাড়া মিছিলে অংশগ্রহণকারীদের আর্চওয়ে দিয়ে প্রবেশ করতে হচ্ছে। এ ছাড়া প্রত্যেক দর্শনার্থীর দেহ তল্লাশী করে অনুষ্ঠানস্থলে প্রবেশ করানো হচ্ছে। পুলিশ ও র্যাবের ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করানো হয়েছে।

সারা এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এসব পুলিশ সাদা পোশাকে ও ইউনিফর্মে বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে। রাজধানীর বড় কাটারা ইমামবাড়া, খোজা শিয়া ইসনুসারী ইমামবাড়া এবং বিবিকা রওজাতেও নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। উৎসঃ পুর্বপশ্চিমবিডি।

Logo-orginal