, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

admin admin

লোহাগাড়ার গোলামবারী হাইস্কুলসহ আরো ৪৩ স্কুল সরকারী হলো

প্রকাশ: ২০১৮-০৯-২৪ ১৯:৪৯:৫১ || আপডেট: ২০১৮-০৯-২৪ ১৯:৪৯:৫১

Spread the love

লোহাগাড়ার গোলামবারী হাইস্কুলসহ আরো ৪৩ স্কুল সরকারী হলোচট্টগ্রাম: সরকারের নীতিগত সিদ্ধান্তে জাতীয়করণ (সরকারি) হলো দেশের বিভিন্ন জেলার আরও ৪৩টি মাধ্যমিক বিদ্যালয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নীতিগত অনুমোদনে এসব শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি করা হয়েছে।সোমবার (২৪ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব (সরকারি মাধ্যমিক) লুৎফুন নাহার স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এসব প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষক অন্যত্র বদলি হতে পারবেন না বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

গত ১৩ সেপ্টেম্বর ৪৪টি এবং ১৬ সেপ্টেম্বর একটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সরকারি করা হয়। এ নিয়ে এ মাসে ৮৮টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সরকারি করা হলো।

সূত্র জানায়, দেশে পুরনো মোট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ছিল ৩৩৩টি । পরে বিভিন্ন সময়ে ১২টি মডেল বিদ্যালয়সহ ১৭৫টি মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়। বর্তমানে দেশে মোট সরকারি বিদ্যালয়ের সংখ্যা দাঁড়ালো ৫৫১টি।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আজ থেকে শিক্ষকরা সব প্রকার সরকারি সুবিধা পাবেন। জাতীয়করণ হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষক অন্যত্র বদলি হতে পারবেন না।

সরকারী হওয়া স্কুলের তালিকা
list-1-20180924174425

Logo-orginal