, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

Avatar rtm

দুর্বল হয়ে বাংলাদেশে আসছে ‘তিতলি’, ভারী বৃষ্টিপাত হতে পারে

প্রকাশ: ২০১৮-১০-১১ ১২:১৫:১৬ || আপডেট: ২০১৮-১০-১১ ১২:১৬:৫৭

Spread the love
দুর্বল হয়ে বাংলাদেশে আসছে ‘তিতলি’, ভারী বৃষ্টিপাত হতে পারে

আরটিএমনিউজ২৪ডটকম: ঘূর্ণিঝড় তিতলি বৃহস্পতিবার ভোরে ভারতের উডিষ্যা রাজ্যের গোপালপুরে আঘাত হানলেও তা পুরো শক্তি নিয়ে বাংলাদেশে আসার আশঙ্কা নেই। বরং নিম্নচাপ আকারে আসবে। ফলে উপকূলীয়সহ দেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে চার নম্বর সতর্কতার পরিবর্তে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ নিঝুম আহমেদ গণমাধ্যমকে বলেন, তিতলি বাংলাদেশে আঘাত হানার সম্ভাবনা নেই। তবে নিম্নচাপ আকারে আসবে। এর প্রভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে।

Logo-orginal