, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

admin admin

ব্যঙ্গকারী ৪ শিক্ষার্থীকে এরদোগানের চায়ের দাওয়াত

প্রকাশ: ২০১৮-১০-১১ ১৫:৫৩:২১ || আপডেট: ২০১৮-১০-১১ ১৫:৫৩:২১

Spread the love

ব্যঙ্গকারী ৪ শিক্ষার্থীকে এরদোগানের চায়ের দাওয়াতবিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী তুর্কি প্রেসিডেন্ট এরদোগানকে ব্যঙ্গ করে ১ মাস কারাভোগও করেছেন।

অতপর জামিনে মুক্তি পেয়েছেন তবে বিচার কাজ এখনো শেষ হয়নি।

কিন্তু এরই মাঝে তারা যাকে ব্যঙ্গ করলেন সেই প্রেসিডেন্ট এরদোগান নিজেই তাদেরকে চায়ের আমন্ত্রণ জানিয়েছেন।

প্রেসিডেন্টের বাসভবনে এরদোগানের সাথে চা পানের আমন্ত্রণে রাজি হয়েছেন ওই ৪ শিক্ষার্থী।

ওই ছাত্ররা আঙ্কারার মিডলইস্ট টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

চলতি বছর সমাবর্তন অনুষ্ঠানে তারা এরদোগানকে ব্যাঙ্গ করে হাতি, উট, ব্যাঙ ও অন্যান্য পশুদের প্রতিকৃতি এঁকে ব্যানার প্রদর্শন করেন।

প্রেসিডেন্টকে ব্যাঙ্গ করায় তুরস্কের প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়।

১ মাস কারাভোগের পর সোমবার তারা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।

প্রেসিডেন্টকে ব্যাঙ্গ করার বিষয়ে তারা যদি আইনে দোষী সাব্যস্ত হন তাহলে সর্বোচ্চ ৪ বছর পর্যন্ত তাদের কারাবরণ করা লাগতে পারে।

শিক্ষার্থীরা চায়ের দাওয়াত খেতে যাবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের বাসভবনে।

তুর্কি প্রেসিডেন্টের বাসভবন ‘হোয়াইট প্যালেস’ নামে পরিচিত। এটি বাসভবনের পাশাপাশি প্রেসিডেন্টের দপ্তরও বটে।

রাজধানীর আঙ্কারায় আতাতুর্ক ফরেস্ট ফার্ম এর পাশে এটি নির্মাণ করা হয়েছে।

২৯ অক্টোবর ২০১৪ সালে এটি উদ্বোধন করা হয়৷ প্রায় সাড়ে তিনশো মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এই প্রেসিডেন্ট প্যালেসে ঘর রয়েছে ১ হাজারটি৷ সুত্রঃ এরবিয়ান জার্নাল।

Logo-orginal