, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

Avatar rtm

ভারতের উড়িষ্যা-অন্ধ্র উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড় ‘তিতলি’

প্রকাশ: ২০১৮-১০-১১ ০৮:৪৬:২৩ || আপডেট: ২০১৮-১০-১১ ০৮:৪৮:১৮

Spread the love
ভারতের উড়িষ্যা-অন্ধ্র উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড় ‘তিতলি’

আরটিএমনিউজ২৪ডটকম: ঘূর্ণিঝড় ‘তিতলি’ ক্রমেই শক্তিশালী হচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ ১২০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে ১৪০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে।

ঘূর্ণিঝড়টি বৃহস্পতিবার ভোরে গোপালপুরের নিকট দিয়ে ভারতের উড়িষ্যা-অন্ধ্র উপকূল অতিক্রম করতে শুরু করেছে বলে বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে । এটি আরও উত্তর/পশ্চিম দিকে অগ্রসর হয়ে ২-৩ মধ্যে অতিক্রম সম্পন্ন করতে পারে বলেও জানানো হয়েছে।

বুধবার সন্ধ্যায় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯৪৫ কিলোমিটার ও কক্সবাজার থেকে ৯০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এ কারণে বাংলাদেশের নৌ চলাচল ও ভারতের দক্ষিণগামী বেশকিছু ট্রেন বাতিল করা হয়েছে।

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৪ নম্বর স্থানীয় হুশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার সকল নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

Logo-orginal