, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

admin admin

আফগান প্রিমিয়ার লীগে খেলতে দুবাই গেল তাসকিন

প্রকাশ: ২০১৮-১০-০৪ ০০:২৫:৪৯ || আপডেট: ২০১৮-১০-০৪ ০০:২৫:৪৯

Spread the love

 আফগান প্রিমিয়ার লীগে খেলতে দুবাই গেল তাসকিনভিন দেশি ফ্র্যাঞ্চাইজি লীগে প্রথমবারের মতো খেলতে দেখা যাবে তাসকিন আহমেদকে। আফগানিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি আসর আফগান প্রিমিয়ার লীগে (এপিএল) খেলতে দেশ ছেড়েছেন জাতীয় দলের বাইরে থাকা এ পেসার।

মঙ্গলবার আসরের ভেন্যু শারজার উদ্দেশে দেশ ছাড়েন তাসকিন। আফগান লীগের প্রথম সংস্করণে বাংলাদেশ থেকে ডাক পেয়েছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহীমও। প্লেয়ার ড্রাফটে তামিম আর মুশফিককে কিনে নেয় আফগান ফ্র্যাঞ্চাইজি নাঙ্গরহার।

তবে চোটের কারণে তামিম-মুশফিক এবার খেলতে যেতে পারছেন না। প্লেয়ার ড্রাফটের শুরুতে দল না পেলেও পরে পরে তাসকিন আহমেদকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করে আফগান ফ্র্যাঞ্চাইজি কান্দাহার নাইটস। কান্দাহার তাসকিনকে কিনেছে ৩০ হাজার ডলারে।

দলটির নেতৃত্ব দেবেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। এছাড়াও তাসকিন সতীর্থ হিসেবে পাবেন ওয়াহাব রিয়াজ, পল স্টার্লিংয়ের মতো তারকাদের। আফগান লীগের প্রথম আসরে মোট পাঁচটি দল খেলছে।

আগামী ৫ই অক্টোবর শুরু হকে আফগান প্রিমিয়ার লীগ। আসরের ফাইনাল আগামী ২১শে অক্টোবর। আসরে হবে মোট ২৩টি ম্যাচ। সব ম্যাচের ভেন্যু শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। ক্যারিয়ারে ৫২ টি-টোয়েন্টি ম্যাচে তাসকিনের শিকার ৫৩ উইকেট। সেরা ৫/৩১।
উৎসঃ মানবজমিন।

Logo-orginal