, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin admin

আবারো গুড়িয়ে দেওয়া হল কুয়েতের হাসাবিয়ার অবৈধ হকার মার্কেট

প্রকাশ: ২০১৮-১০-১৭ ১৬:৫০:২৩ || আপডেট: ২০১৮-১০-১৭ ১৬:৫০:২৩

Spread the love

আবারো

আবারো গুড়িয়ে দেওয়া হল কুয়েতের হাসাবিয়ার অবৈধ হকার মার্কেট
ছবি, আরব টাইমস।
কুয়েত সিটিঃ গুড়িয়ে দেওয়া হল কুয়েতের হাসাবিয়ার অবৈধ হকার মার্কেট।

দেশটির ফারওয়ানিয়া বলদিয়া কতৃপক্ষ (পৌরসভা) এই অভিযান পরিচালনা করে।

কুয়েতের ইংরেজী দৈনিক আরব টাইমসের সচিত্র সংবাদে প্রকাশ, সেমবার (১৫ অক্টোবর) ফারওয়ানিয়া জেলা পুলিশ ও বলদিয়ার যৌথ অভিযান উচ্ছেদ করা হয় বাংলাদেশী অধ্যুষিত এই ফুটপাতের এই মার্কেটটি।
জব্দ করা হয় খাদ্যজাত পণ্য ও পুরনো কাপড়সহ অন্যান্য দ্রব্যাদি।

তবে কতজনকে আটক করা হয়েছে তাহা জানা যায়নি।

ফারওয়ানিয়া জেলা মিউনিউসিপালটির জনসংযোগ বিভাগের এক প্রেস বিবৃতিতে জানানো হয়, যে জেলার সৌন্দর্য ও ইমেজকে নষ্ট করে নেতিবাচক ঘটনাকে নিয়ন্ত্রণে রাখতে এই ধরনের উচ্ছেদ ও আটক অব্যাহত থাকবে।

প্রসঙ্গত কুয়েতের হাসাবিয়ায় প্রতিদিন বিকালে সবজি ও পুরনো জিনিষের বাজার বসায় বাংলাদেশিরা। এইসব অবৈধ বাজার থেকে শত শত বাংলাদেশিকে আটক করে দেশে প্রেরণ করা হয়।

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের মাননীয় রাষ্ট্রদূত সব রকম অবৈধ কাজ থেকে বিরত থাকতে বাংলাদেশীদের প্রতি আহবান জানান।

Logo-orginal