, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin admin

ইসরাইলি বাহিনীর গুলিতে ২৫ শিশুসহ ১৩০ ফিলিস্তিনি আহত

প্রকাশ: ২০১৮-১০-২১ ০০:২৮:৫৯ || আপডেট: ২০১৮-১০-২১ ০০:২৮:৫৯

Spread the love

ইসরাইলি বাহিনীর গুলিতে ২৫ শিশুসহ ১৩০ ফিলিস্তিনি আহত
ছবি, এরাবিয়ান জার্নাল।
ইসরাইলি বাহিনীর গুলিতে ১৩০ ফিলিস্তিনি আহত
ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে ১৩০ ফিলিস্তিনি আহত হয়েছে যার মধ্যে ২৫টি শিশু রয়েছে।
শুক্রবার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা সীমান্তে এক প্রতিবাদ সমাবেশের ওপর ইসরাইলি সেনারা নির্বিচারে গুলি চালালে হতাহতের এ ঘটনা ঘটে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ কিদরা জানিয়েছেন, ইসরাইলি সেনাদের গুলিতে চারজন ডাক্তার ও সাংবাদিকও আহত হয়েছেন।

এর আগে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে ইসরাইলের ‘জিরো টলারেন্স’ নীতির নিন্দা জানিয়ে বলেছিল, তেল আবিবের এ অবস্থানের কারণে আরো বহু ফিলিস্তিনির মৃত্যু হতে পারে।

অ্যামনেস্টি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আরো বলছে,‘ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইল প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করছে যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।’

উল্লেখ্য,চলতি বছরের ৩০ মার্চ থেকে গাজাবাসী ইসরাইলের দখলদারিত্ব অবসানের বিরুদ্ধে প্রতি শুক্রবার বিক্ষোভ-সমাবেশ করে আসছে। এ পর্যন্ত ইসরাইলের হামলায় অন্তত ১৯০ জন ফিলিস্তিনি নিহত ও ২০ হাজার আহত হয়েছেন।উৎসঃ এরাবিয়ান জার্নাল।

Logo-orginal