, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

admin admin

ইহুদিদের ছোড়া পাথরের আঘাতে শহীদ হল ফিলিস্তিনি নারী আয়েশা

প্রকাশ: ২০১৮-১০-১৬ ১২:৪৬:২৩ || আপডেট: ২০১৮-১০-১৬ ১২:৪৮:২৭

Spread the love

ইহুদিদের ছোড়া পাথরের আঘাতে শহীদ হল ফিলিস্তিনি নারী আয়েশাফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরাইল বসতীর পাশ দিয়ে যাওয়ার সময় গাড়ি লক্ষ্যে ছোড়া পাথরের আঘাতে একজন ফিলিস্তিনি নারী মারা গিয়েছেন।

৪৭ বছর বয়সী আয়েশা আল-রাওবি ঘটনার পর হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। শুক্রবারের এ ঘটনা নিশ্চিত করেছে ফিলিস্তিন সংবাদ সংস্থা ওয়াফা।

৮ সন্তানের মা আয়েশা গাড়িতে বসা অবস্থায় ইসরাইলির ছোড়া পাথরে মাথায় আঘাত পেয়েছিলেন।

শনিবার পশ্চিম তীরের বিদ্যা গ্রামে হাজার হাজার মানুষ তার নামাজের জানাজায় শরিক হন।

নিহতের স্বামী ৫২ বছর বয়সী ইয়াকুব আল-রাওবি হামলার সময় গাড়ি চালাচ্ছিলেন।

তিনি বলেন, পশ্চিম তীরের নাবলুসের কাছে একটি অবৈধ ইসরাইলি বসতির পাশ দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় গাড়ি লক্ষ্যে পাথর নিক্ষেপ করা হয়।

‘একটি পাথর আমার স্ত্রীর মাথায় আঘাত করে। যারা পাথর ছুড়ে মেরেছে তাদেরকে হিব্রুতে কথা বলতে শুনেছি কিন্তু দেখতে পাইনি।’
#সংগৃহীত ফেইচবুক থেকে।

Logo-orginal