, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

এখনই মন্ত্রী হতে চান না আনোয়ার ইব্রাহিম

প্রকাশ: ২০১৮-১০-১৭ ১২:৪০:৩৩ || আপডেট: ২০১৮-১০-১৭ ১২:৪০:৩৩

Spread the love

এখনই মন্ত্রী হতে চান না আনোয়ার ইব্রাহিমনিউজ ডেস্কঃ এ মুহূর্তে মন্ত্রিসভায় যোগদানের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মালয়েশিয়ার জনপ্রিয় নেতা আনোয়ার ইব্রাহিম। নিউজ এশিয়া’র সুত্রে এই খবর প্রকাশিত হয়েছে এরাবিয়ান জার্নালে।

সংসদ সদ্স্য হিসেবে শপথের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পার্টি কেডিলান রাকইয়াতের এ নেতা (পিকেআর) সোমবার পোর্ট ডিকসনের এমপি হিসেবে শপথ নেন।

মন্ত্রিসভায় কোনো গুরুত্বপূর্ণ পদের দিকে তার নজর রয়েছে কি না- এমন প্রশ্নের উত্তরে আনোয়ার কৌতুক করে বলেন, ‘আপনারা কি আমাকে এমন কোনো পদের জন্য প্রস্তাব দিচ্ছেন?

‘যদি আপনারা তাই করেন, তবে আমি পুনর্বিবেচনা করে দেখব।’

চলতি বছরের মে মাসে মাহাথির মোহাম্মদের নেতৃত্বে পাকাতান হারাপান জোট সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে পরাজিত করে।

আনোয়ারের পিকেআর এই জোটের অন্যতম শরিক। জোটের চুক্তি অনুসারে, মাহাথিরের পর তিনিই প্রধানমন্ত্রী হবেন।

সংবাদ সম্মেলনে আনোয়ার বলেন, আমি এখনও আমার আগের সিদ্ধান্তে অটল রয়েছি। মন্ত্রিসভার কোনো পদ দখল করার আমার কোনো পরিকল্পনা নেই। আমি আমার বর্তমান অবস্থায় ভালো আছি।’

তিনি আরো বলেন, মালয়েশিয়ার ৮ম প্রধানমন্ত্রী হওয়ার জন্য এই মুহূর্তে তার কোনো পরিকল্পনা নেই। ড. মাহাথির মোহাম্মদকে সরকার পরিচালনা করার সুযোগ দেয়া প্রয়োজন।’

৯৩ বছর বয়সেও ড. মাহাথিরের রাজনৈতিক শক্তির প্রশংসা করে আনোয়ার ইব্রাহিম পোর্ট-ডিকসনের নির্বাচনে তাকে সহযোগিতা করার জন্য ড. মাহাথিরকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, ‘এ কারণেই যখন আমি উপনির্বাচনে জয়ী হই, তখন সবার আগে এই খবর আমি ড. মাহাথিরকে দিই।

‘এমনকি পোর্ট-ডিকসনের এমপি হিসেবে শপথ পাঠের আগে আমি মাহাথিরকে বলেছি, আমার কাজ হচ্ছে তার নেতৃত্বে সরকারকে আরও বেশি স্থিতিশীল এবং শক্তিশালী করা।’

এক সময় মনে করা হতো, মাহাথির মোহাম্মদের পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হবেন আনোয়ার ইব্রাহিম। কিন্তু ১৯৯৮ সালে মতবিরোধ থেকে দ্বন্দে জড়িয়ে পড়েন এই দুই নেতা।

উপপ্রধানমন্ত্রী থেকে বরখাস্ত করা হয় আনোয়ার ইব্রাহিমকে। উপরন্তু সমকামীতার অভিযোগে তাকে কারাগারে পাঠানো হয়।

২০০৩ সালে স্বেচ্ছায় প্রধানমন্ত্রীত্ব থেকে অবসর নেন মাহাথির মোহাম্মদ। এরপরই ২০০৪ সালে আনোয়ার ইব্রাহিম মুক্তি পান।

এদিকে ২০১৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাক পুনরায় আনোয়ার ইব্রাহিমকে সমকামীতার অভিযোগে কারাগারে পাঠান।

অবশেষে মাহাথির মোহাম্মদ ও আনোয়ার ইব্রাহিম রাজনৈতিক জোট করে ২০১৮ সালের নির্বাচনে জিতে মালয়েশিয়ার ক্ষমতায় এসেছেন।

৯৩ বছর বয়সী মাহাথির মোহাম্মদ আবারো দেশটির প্রধানমন্ত্রী হয়েছেন। কারাগার থেকে ছাড়াও পেয়েছেন আনোয়ার ইব্রাহিম।

১৩ অক্টোবর উপনির্বাচনে জিতে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ৭১ বছর বয়সী আনোয়ার ইব্রাহিম। এখন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হওয়ার অপেক্ষা। পার্লামেন্টে গিয়ে বলেছেন, আমি প্রমাণ করেছি।

Logo-orginal