, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin admin

এবার মিয়ানমারের পাঁচ জেনারেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করল অস্ট্রেলিয়া

প্রকাশ: ২০১৮-১০-২৩ ১৩:৪৮:৩৯ || আপডেট: ২০১৮-১০-২৩ ১৩:৫১:১৪

Spread the love

এবার মিয়ানমারের পাঁচ জেনারেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করল অস্ট্রেলিয়া
ছবি, এএফপি।

নিউজ ডেস্কঃ রোহিঙ্গাদের ওপর নির্মম বর্বরতার জন্য মিয়ানমার সেনাবাহিনীর পাঁচ জেনারেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করল অস্ট্রেলিয়া সরকার ।

ডেইলি স্টারের বরাত দিয়ে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের পর অস্ট্রেলিয়া সরকার মঙ্গলবার পাঁচ বর্মি জেনারেলের সম্পদ জব্দের আদেশ দেয়।

এই পাঁচ সেনা কর্মকর্তা হলেন- ব্যুরো অব স্পেশাল অপারেশনস-৩ এর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল অং কিয়াও জ, পশ্চিমাঞ্চলীয় মিলিটারি কমান্ডের প্রধান মেজর জেনারেল মং মং সো, ৩৩ তম লাইট ইনফ্যান্ট্রি ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল অং অং, ৯৯তম লাইট ইনফ্যান্ট্রি ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল থান ও এবং ১৫তম লাইট ইনফ্যান্ট্রি ডিভিশনের কমান্ডার মেজর জেনারেল থিন মং সো।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মেরিস পেইন বলেন, রাখাইনে মিয়ানমারের সেনাবাহিনীর যে ইউনিটগুলো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছে, তাদের নেতৃত্বে ছিলেন এই পাঁচ জেনারেল।

মিয়ানমারের এই পাঁচ সেনা কর্মকর্তার অস্ট্রেলিয়া সফরের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানিয়েছেন মেরিস পেইন।

Logo-orginal