, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin admin

কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর প্রথম নামাজে জানাজায় মানুষের ঢল

প্রকাশ: ২০১৮-১০-১৯ ১৯:০৭:১২ || আপডেট: ২০১৮-১০-১৯ ১৯:০৭:১২

Spread the love

কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর প্রথম নামাজে জানাজায় মানুষের ঢলকিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর প্রথম নামাজে জানাজা বাদ জুমা জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়েছে। এতে হাজার হাজার মানুষ অংশ নেন।

জুমার নামাজ শেষে প্রিয় শিল্পীর জানাজায় অংশ নিতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন ভক্ত-অনুরাগীরা। জানাজায় অংশ নেন সঙ্গীত শিল্পী, অভিনয় শিল্পী, সাংবাদিক, সুশীল ব্যক্তিবর্গ ও হাজারও সাধারণ মানুষ।

জানাজায় ইমামতি করেন সুপ্রিম কোর্ট মসজিদের খতিব মাওলানা আবু সালেহ সাইফুল্লাহ।
সুশৃঙ্খলভাবে জানাজা অনুষ্ঠিত করতে জাতীয় ঈদগাহ আশপাশের এলাকায় মোতায়েন করা হয় বিপুল পরিমাণ পুলিশ ও র‌্যাব সদস্য।

এর আগে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় আইয়ুব বাচ্চুর মরদেহ। সেখানে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের সাধারণ মানুষ। বেলা ১২টা ৩৫ মিনিটে শহীদ মিনার থেকে জানাজার জন্য আইয়ুব বাচ্চুর মরদেহ আনা হয় জাতীয় ঈদগাহ ময়দানে।

বিশিষ্ট সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু গতকাল বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। আগামীকাল তার মরদেহ নিয়ে যাওয়া হবে গ্রামের বাড়ি চট্টগ্রামে। সেখানেই তাকে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হবে।

Logo-orginal