, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

কুয়েতে অনলাইন হ্যাকার ও প্রতারণা থেকে সাবধান

প্রকাশ: ২০১৮-১০-১১ ১২:১১:২৯ || আপডেট: ২০১৮-১০-১১ ১২:১১:২৯

Spread the love

কুয়েতকুয়েতে অনলাইন হ্যাকার ও প্রতারণা থেকে সাবধান সিটিঃ আপনি জিতেছেন ৫০,০০০ হাজার ডলার” অভিনন্দন ১৫,০০০ হাজার দিনার” এমন লোভনীয় অপার দিতে প্রতারণার স্বীকার হচ্ছে অগনিত মানুষ।

এমন অসংখ্য অভিযোগ জমা পড়েছে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।

এক প্রেস ব্রিফিং এমন তথ্য জানালেন দেশটির জনসংযোগ ও তথ্য নিরপত্তা বিষয়ক ভারপ্রাপ্ত পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল তাওহীদ আল কান্দারি।

ইংরেজী দৈনিক আরব টাইমসে প্রকাশিত তথ্যে জানাযায়, মিঃ কান্দরী বলেন, রেজিঃবিহীন অনিরাপদ ফোন ও সোশ্যাল মিডিয়া থেকে ফোন করে তথ্য হ্যাক করছে কিছু দুর্বৃত্ত।

কুয়েতি ও নন কুয়েতি সবাইকে সতর্ক করে এই উচ্চ পদস্থ কর্মকর্তা আরো বলেন, অনলাইনের কোন ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়ায় আপনার ব্যাংক হিসাবের তথ্য শেয়ার করবেননা ।

বিগ্রেডিয়ার জেনারেল মিঃ তাওহীদ পরামর্শ দেন, যে যথাসম্ভব আপনার ব্যাংক কার্ডের পিন কোড পরিবর্তন করুন এবং সোশ্যাল মিডিয়ায় (ফেইচবুক, ইমু, অয়াটশপ, ভাইবার ইত্যাদি) অপরিচিত কল রিসিভ না করা উত্তম।

আপনার কোন অভিযোগ থাকলে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য নিরাপত্তা বিভাগের এই ফোন নাম্বারে 25660142 যোগাযোগের পরামর্শ দেন তিনি।

#সংবাদটি শেয়ার করুন প্লিজ।

Logo-orginal