, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

খাশোগি হত্যায় জড়িত লেঃ সা’দ রিয়াদে গাড়িচাপায় নিহত

প্রকাশ: ২০১৮-১০-১৮ ১৭:৫৩:২৬ || আপডেট: ২০১৮-১০-১৮ ১৭:৫৪:১১

Spread the love

সৌদি

খাশোগি হত্যায় জড়িত কেঃ সা’দ রিয়াদে গাড়িচাপায় নিহত
ছবি, লেঃ সাদ আল ওসতাবি
সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনায় জড়িত মাশআল সা’দ আল বাসতানি সৌদি আরবের রাজধানী রিয়াদে গাড়িচাপায় নিহত হয়েছে বলে জানিয়েছে তুর্কি দৈনিক ‘ইয়ানি শাফাক’।

পত্রিকাটি বলছে, গত ২ অক্টোবর বিশেষ বিমানে করে যে ১৫ জন ব্যক্তি সৌদি আরব থেকে ইস্তাম্বুলে এসেছিলেন তাদের মধ্যে সা’দ আল বাসতানিও ছিলেন। তবে তিনি কনস্যুলেট ভবনে না গিয়ে মাত্র কয়েক ঘন্টা ইস্তাম্বুলের উইন্ডহাম গ্র্যান্ড হোটেলে অবস্থান করেন এবং হোটেল থেকে বের হয়েই তুরস্ক ত্যাগ করেন। ১৫ সদস্যের ঘাতক টিমে তার দায়িত্ব কী ছিল তা স্পষ্ট নয়।

পত্রিকাটি আরো বলছে, সৌদি বিমান বাহিনীর ৩১ বছর বয়সী লেফট্যানেন্ট সা’দ আল বাসতানি সাংবাদিক খাশোগি হত্যার সাথে জড়িত ছিলেন। তাকে সাজানো সড়ক দুর্ঘটনায় হত্যা করে খাশোগি হত্যাকাণ্ড সংক্রান্ত কিছু তথ্য-প্রমাণ মুছে ফেলার চেষ্টা করা হয়েছে।

ইয়ানি শাফাক বলছে, সাংবাদিক জামাল খাশোগিকে হত্যায় যে ১৫ সদস্য অংশ নিয়েছে তাদের মুখ চিরতরে বন্ধ রাখতে মাশআল সা’দকে হত্যা করা হয়েছে। সুত্রঃ এরাবিয়ান জার্নাল।

Logo-orginal