, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

admin admin

ট্রান্সফরমার বিস্ফোরণে জাবি ছাত্র মাহমুদ বিন আশরাফ

প্রকাশ: ২০১৮-১০-২৭ ১৮:২৭:১৬ || আপডেট: ২০১৮-১০-২৭ ১৮:২৭:১৬

Spread the love

ট্রান্সফরমার বিস্ফোরণে জাবি ছাত্র মাহমুদ বিন আশরাফধানমন্ডিতে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহমুদ বিন আশরাফ প্রাপ্ত মারা গেছেন। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

জাবি দর্শন বিদ্যা বিভাগের প্রথম বর্ষের ছাত্র প্রান্তের বাবার নাম আশরাফুল আলম। তাদের গ্রামের বাড়ি মেহেরপুর জেলার সদর উপজেলায়। প্রান্ত’র বন্ধু মেহেদী হাসান জানান, রাত সাড়ে ৮টার দিকে ধানমন্ডি ৫/এ মেডিনোভা গলিতে বন্ধুদের সঙ্গে গল্প করার সময় হঠাৎ বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে প্রান্তে মাথার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ধানমন্ডি থানার এসআই মোস্তফা কামাল বলেন, ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে বৈদ্যুতিক শর্টসার্কিট এবং ট্রান্সফরমার বিস্ফোরণের কথা উল্লেখ করা হয়েছে। অন্য কোনো কারণ আছে কিনা তা যাচাই করতে ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে।

Logo-orginal