, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

admin admin

দোহাজারীতে সংঘর্ষে জড়িয়ে পড়েছে দুই পক্ষ, ব্যাপক গোলাগুলি

প্রকাশ: ২০১৮-১০-২৩ ০০:১৬:০৫ || আপডেট: ২০১৮-১০-২৩ ০০:১৮:৫১

Spread the love

চট্টগ্রাম

দোহাজারীতে সংঘর্ষে জড়িয়ে পড়েছে দুই পক্ষ, ব্যাপক গোলাগুলি
ফাইল ছবি দোহাজারী
:জেলার চন্দনাইশের দোহাজারীতে সংঘর্ষে জড়িয়ে পড়েছে দুই পক্ষ; এতে ব্যাপক গোলাগুলি হচ্ছে

সোমবার সন্ধ্যা ৭টা থেকে থেমে থেমে এই সংঘর্ষ চলছে। রাত সোয়া ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ থামাতে পারেনি পুলিশ।

চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবর আলী ইনু ও সাবেক জাতীয় ফুটবলার, যুবলীগ নেতা আসকর খান বাবু বিবদমান দুটি পক্ষে নেতৃত্ব দিচ্ছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আফজালুল হক টুটুল বলেন, স্থানীয় উল্লা পাড়া ও বার্মা পাড়ার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ থামানোর চেষ্টা করছে পুলিশ।

ঘটনাস্থলে চন্দনাইশ থানার ওসি ও দোহাজারী তদন্ত কেন্দ্রের আইসি রয়েছেন বলেও জানান তিনি।

আফজালুল হক টুটুল বলেন, দোহাজারী রেল লাইন এলাকার দিকে এই সংঘর্ষ হচ্ছে। সেখানে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

এ ঘটনায় এখনো কতজন আহত হয়েছেন সে বিষয়ে কিছুই জানতে পারেনি পুলিশ।

এদিকে দোহাজারী সদরে একটি ব্যাংকের নিরাপত্তাকর্মী জানান, একটু পর পর গোলাগুলির শব্দে এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে। স্টেশন রোডে মূল ঘটনা। সংঘর্ষে লিপ্তরা পুলিশকে পাত্তাই দিচ্ছে না। পুরো দোহাজারী সদরে সব দোকান বন্ধ হয়ে গেছে।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঘন্টাখানেক যান চলাচল বন্ধ থাকলেও রাত ১০টার পর সীমিত চলাচল করছে বলেও জানান তিনি। সুত্রঃ সিটিজি টাইমস।

Logo-orginal