, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

Avatar rtm

নিরাপদ সড়ক দিবসে সাতকানিয়ায় শোভাযাত্রা-লিফলেট বিতরণ

প্রকাশ: ২০১৮-১০-২২ ১১:৫১:৩৮ || আপডেট: ২০১৮-১০-২২ ১৩:৪৬:০৬

Spread the love
নিরাপদ সড়ক দিবসে সাতকানিয়ায় শোভাযাত্রা-লিফলেট বিতরণ

আরটিএমনিউজ২৪ডটকম: আজ ২২ অক্টোবর ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’। নিরাপদ সড়ক চাই (নিসচা) দীর্ঘ ২৫ বছর ধরে সড়ককে নিরাপদ করার লক্ষ্যে আন্দোলন করে আসছে।

উল্লেখ্য, সরকার ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস’ হিসেবে গত ৫ জুন ২০১৭ মন্ত্রী পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে স্বীকৃতি দিয়েছেন। এবছর ২য় বারের মতো দেশব্যাপী সরকারিভাবে ২২ অক্টোবর ’জাতীয় নিরাপদ সড়ক দিবস’ হিসেবে পালিত হচ্ছে।

এবারের প্রতিপাদ্য ‘ আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো’।

দিবসটি উপলক্ষে সোমবার সকাল ১০টায় সাতকানিয়ার কেরানীহাট বান্দরবান রাস্তার মাথা থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা উদ্বোধন করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোবারক হোসেন। সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপংকর তঞ্চঙ্গ্যা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিম শরীফ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশিষ চিরান, সাতকানিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মাহফুজ উন নবী খোকন, সাতকানিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এস এম  ইউছুফ, কেরানীহাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আরিফুর রহমান চৌধুরী, উপাধ্যক্ষ মফিজুর রহমান সহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, আশশেফা স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ ইসমাইল মোহাম্মদ রাশেদ সহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন সংগঠন ও আপমর জনসাধারণ শোভাযাত্রায় অংশ নেন।

শোভাযাত্রাটি মজিদ মার্কেটস্থ রাবেয়া মেমোরিয়াল হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে চালক, সহকারি ও যাত্রীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

প্রসঙ্গত, ২৫ বছর আগে চট্টগ্রামের অদূরে চন্দনাইশে বান্দরবানে স্বামী ইলিয়াস কাঞ্চনের কাছে যাবার পথে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় জাহানারা কাঞ্চন নিহত হন। রেখে যান অবুঝ দুটি শিশু সন্তান জয় ও ইমাকে। ইলিয়াস কাঞ্চন সে সময় সিনেমার শুটিংয়ে বান্দরবান অবস্থান করছিলেন। স্ত্রীর অকাল মৃত্যুতে দু’টি অবুঝ সন্তানকে বুকে নিয়ে শোককে শক্তিতে রূপান্তরিত করে ইলিয়াস কাঞ্চন নেমে আসেন পথে।

পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়- এই শ্লোগান নিয়ে গড়ে তুলেন একটি সামাজিক আন্দোলন ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’।

Logo-orginal