, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

লোহাগাড়া ছাত্র সমিতি’র কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় ড. নদভী এমপি

প্রকাশ: ২০১৮-১০-৩০ ২০:১০:১২ || আপডেট: ২০১৮-১০-৩০ ২০:১০:১২

Spread the love


আবদুল্লাহ মামুন, চট্টগ্রামঃ লোহাগাড়া ছাত্র সমিতি’র কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় ড. নদভী এমপি বলেছেন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের দক্ষ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

গতানুগতিভাবে শুধুমাত্র জিপিএ ৫ অর্জন ও মেধাবী হওয়ার জন্য উদগ্রীব নয় বরং শিক্ষার্থীদের মানবিক ও আলোকিত নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

সুশিক্ষিত মানুষ হয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ছাত্র-ছাত্রীদের মনোনিবেশের পাশাপাশি কর্মযোগী হওয়া প্রয়োজন।

মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ ও সুশিক্ষার আলো ছড়িয়ে দিয়ে একটি বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠার বিকল্প নেই।

মঙ্গলববার (৩০ অক্টোবর) দুপুর ১২টায় চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে চট্টগ্রামস্থ লোহাগাড়া ছাত্র সমিতি’র কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি উপরোক্ত বক্তব্য রাখেন।

২০১৮ সালে এসএসসি/সমমানের পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান লোহাগাড়া ছাত্র সমিতি চট্টগ্রাম’র সভাপতি এম এ ছিদ্দিক’র সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)’র উপাচার্য প্রফেসর ড. মাহফুজুল হক চৌধুরী। মূখ্য আলোচক ছিলেন-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’র সিনেট সদস্য অধ্যক্ষ ড. রেজাউল কবীর। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্টোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের পরিচালক শফিক মোস্তফা, লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্স’র কনসালটেন্ট ডাঃ মাহমুদুর রহমান, বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ’র সদস্য আরমান বাবু রোমেল, দক্ষিণ সাতকানিয়া গোলাম বাড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়’র পরিচালনা কমিটির সভাপতি ফোরকান উল্লাহ চৌধুরী, চট্টগ্রাম জজ কোর্ট’র সিনিয়র আইনজীবী মোঃ আবুল হাশেম, পূর্বাশার আলো’র সভাপতি নোমান উল্লাহ বাহার, আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের সমাজসেবা বিভাগের পরিচালক এম ইব্রাহিম কবির, ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)’র কাউন্সিলর প্রকৌশলী জয়নুল আবেদীন, এলায়েন্স ইঞ্জিনিয়ারিং এর প্রধান নির্বাহী প্রকৌশলী জিল্লুর রহমান, ডেল্টা ইমিগ্রেশন’র সিইও মোঃ আলমগীর, আমিরাবাদ ইউনিয়ন’র প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম, সংগঠক মুছা কলিম উল্লাহ, ছাত্রনেতা নাহিয়ান মোরশেদ, লোহাগাড়া ছাত্র সমিতি’র সম্পাদক সাজ্জাদ হোসেন সাগর, জ্ঞানগৃহ’র সভাপতি আব্দুল্লাহ আল মামুন, হুমায়ন কবির রাসেল, সাফায়েত রহমান শিহাব, রাহাত, রিদুয়ান, রিপন, তানিম, আশেক প্রমুখ।
অনুষ্ঠানে সিআইইউ উপাচার্য প্রফেসর ড. মাহফুজুল হক চৌধুরী বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের বহুমাত্রিক জ্ঞান অন্বেষণ ও তথ্য প্রযুক্তিতে পারদর্শী হতে হবে। উল্লেখ্য প্রায় দেড় শতাধিক কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট, সনদ ও পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়া লোহাগাড়ার তৃণমূল পর্যায়ে সামাজিক ক্ষেত্রে অবদান রাখায় ১২টি স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়।

Logo-orginal