, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

admin admin

সৌদি কুটনৈতিক খালাফ হত্যা মামলায় মৃত্যুদন্ড বহাল আপিল বিভাগে

প্রকাশ: ২০১৮-১০-০৭ ১৬:২১:৫৪ || আপডেট: ২০১৮-১০-০৭ ১৬:২৪:২৩

Spread the love

সৌদি কুটনৈতিক খালাফ হত্যা মামলায় মৃত্যুদন্ড বহলা আপিল বিভাগে
খালাফের ফাইল ছবি।
ঢাকাঃ সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় সাইফুল ইসলাম মামুনের মৃত্যুদণ্ড বহাল রেখেছে আপিল বিভাগ। আজ রবিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ রিভিও খারিজ করে এ আদেশ দেন।

এখন রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়া ছাড়া আর কোন পথ নেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত মামুনের।

আদালতে মামুনের পক্ষে শুনানি করেন আইনজীবী আখতার হামিদ। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে খালাফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সাইফুল ইসলাম মামুনের রিভিউর শুনানি ৪ অক্টোবর শেষ হয়। ওই দিন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ বিষয়ে আদেশের দিন আজ রবিবার ধার্য করেন।

প্রসঙ্গত, ২০১২ সালের ৫ মার্চ দিবাগত রাতে রাজধানীর গুলশান কূটনৈতিক এলাকার ১২০ নম্বর সড়কের ১৯/বি নম্বর বাসার সামনে গুলিবিদ্ধ হন খালাফ আল আলী (৪৫)। পরদিন ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরে এ ঘটনায় খালাফ আল আলী হত্যা মামলায় ৫ আসামির সবাইকে মৃত্যুদণ্ডের আদেশ দেন ট্রাইব্যুনাল। সুত্রঃ কালের কন্ঠ।

Logo-orginal