, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin admin

সৌদি থেকে আজও ফিরলেন ১০৭ শ্রমিক

প্রকাশ: ২০১৮-১০-১০ ১৭:২৩:১০ || আপডেট: ২০১৮-১০-১০ ১৭:২৩:১০

Spread the love

তিনসৌদি থেকে আজও ফিরলেন ১০৭ শ্রমিকঢাকাঃ দিনের ব্যবধানে ১০৭ পুরুষ শ্রমিক সৌদি আরব থেকে দেশে ফিরলেন।

আজ বুধবার (১০ অক্টোবর) দুপুর ২টা ১০ মিনিটে সৌদি এয়ারলাইন্সের এসভি ৮০৬ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান বলে ইমিগ্রেশন সূত্রে জানা গেছে।

গত চারদিনের ব্যবধানে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৩৭১ জন পুরুষ শ্রমিক। এ নিয়ে ফিরে আসা শ্রমিকের সংখ্যা দাঁড়ালো ৪৭৮ জন। তবে এর বাইরে আরও কয়েকটি ফ্লাইটে পুরুষ শ্রমিকদের ফেরত আসার খবর জানা গেছে।

বিমানবন্দর ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, বুধবার ফিরে আসা পুরুষ শ্রমিকরা সবাই দাম্মাম থেকে ফিরেছেন। এর আগে সবাই দাম্মামের ডিপোর্ট সেন্টারে আটক ছিলেন। বিমান বন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাও এর সত্যতা নিশ্চিত করেছেন।

ফিরে আসা শ্রমিকরা বলছেন তারা একসঙ্গে ১০৭ জন দেশে ফিরেছেন। তাদের সবারই অভিযোগ, সৌদি সরকার ধরে ধরে দেশে পাঠিয়ে দিচ্ছে। সেখানে কথা শোনার মতো কেউ নেই।

সৌদি ফেরত নারায়ণগঞ্জের স্বপন বলেন, ‘সৌদি সরকার রাস্তা থেকে ধরে ধরে দেশে পাঠিয়ে দিচ্ছে। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও ধরে জেলে দিচ্ছে। দেশে ফেরার অপেক্ষায় আছে কমপক্ষে হাজার খানেক মানুষ। প্রতিদিন পুলিশ ধরছে আর জেলে দিচ্ছে।’

Logo-orginal