, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

স্বাগতিক নেপালকে হারিয়ে গ্রুপ সেরা বাংলাদেশ

প্রকাশ: ২০১৮-১০-২৯ ১৯:৫০:১২ || আপডেট: ২০১৮-১০-২৯ ১৯:৫০:৫৬

Spread the love

স্বাগতিক নেপালকে হারিয়ে গ্রুপ সেরা বাংলাদেশসাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপে স্বাগতিক নেপালকে হারিয়ে গ্রুপ সেরা হয়েছে বাংলাদেশ। আজ সোমবার দেশটির আনফা কমপ্লেক্সে ২-১ গোলে জেতে বাংলাদেশের কিশোররা। এবারের আসরে টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ।

আগামী বৃহস্পতিবার সেমি-ফাইনালে ‘বি’ গ্রুপের রানার্সআপ ভারতের মুখোমুখি হবে তারা। নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে ৯-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। একটি ফ্রি-কিকে গোলমুখ থেকে মাথা ছুঁইয়ে দলকে এগিয়ে নেয় মিডফিল্ডার ইবনে আহাদ। এর পর আরো আক্রমণাত্মক মেজাজে খেলতে গিয়েই কিছুটা গুলিয়ে ফেলেছিল কিশোররা।

ম্যাচের ৩৪তম মিনিটে ডি বক্সের মধ্যে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ফাউল করে গোলরক্ষক মিতুল মারমা লালকার্ড পেলে দশ জনের দলে পরিণত হয় বাংলাদেশ। এ সময় পেনাল্টি থেকে নেপালকে সমতায় ফেরান জান লিম্বু। তবে দলের শক্তি কমলেও দ্বিতীয়ার্ধের শুরুতে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে ফের এগিয়ে যায় বাংলাদেশ।

এরপর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠা নেপালকে ভালোভাবে আটকে রাখে কিশোররা। শেষ পর্যন্ত স্বস্তির জয়ে গ্রুপ সেরা হয়ে সেমি-ফাইনালে ওঠে বাংলাদেশ। সুত্রঃ কালের কন্ঠ।

Logo-orginal